Advertisement
Advertisement

বিমানে বোমা! মা-বাবার সঙ্গে সাক্ষাৎ এড়াতে অভিনব ফন্দি যুবকের

ফ্রান্সের যুবকের কীর্তি অবাক করবে আপনাকেও৷

Youth sounds bomb alarm on plane
Published by: Sayani Sen
  • Posted:January 25, 2019 5:45 pm
  • Updated:January 25, 2019 5:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা-মা ব্যস্ত ছিলেন তাঁদের জীবন নিয়ে৷ ছোট্ট সন্তানকে এক সেকেন্ডও সময় দিতে পারতেন না তাঁরা৷ তাই পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে পাঠিয়ে দিয়েছিলেন সন্তানকে৷ সেই থেকে বাবা-মায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়৷ ক্রমশই ছেলের সঙ্গে দূরত্ব তৈরি হয় বাবা-মায়ের৷ ইতিমধ্যে ছেলে তার জীবনের ২৩টি বসন্ত কাটিয়ে ফেলেছে৷ একের পর এক বছর গড়িয়েছে, বাবা-মায়ের সঙ্গে মনের দূরত্বও বেড়েছে ছেলের৷ বর্তমানে বাবা-মায়ের সঙ্গে আর দেখা করতেও চায় না সে৷ অভিভাবকদের সাক্ষাৎ এড়াতে তাই অদ্ভুত কাণ্ড ঘটাল ওই যুবক৷ 

চোরাশিকারীর ধারালো অস্ত্রের কোপে মৃত্যু বাঘের, ভাইরাল ছবি

ছেলেকে ছোটবেলায় সেভাবে সময় দিতে পারেননি দু’জনে৷ কিন্তু বর্তমানে হাতে তাঁদের অফুরন্ত সময়৷ ছেলেও বাড়ি ছেড়ে অনেকদূরে থাকেন৷ শুধুমাত্র ছেলের সঙ্গে দেখা করতেই ফ্রান্সে আসার সিদ্ধান্ত নেন ওই দম্পতি৷ বহুদিন পর আবারও ছেলের সঙ্গে দেখা করবেন, তাই উদগ্রীব হয়ে উঠেছিলেন৷ গত ১৮ জানুয়ারি EZY4319 বিমানে চড়েন বাবা-মা৷ ওই বিমানে ছিলেন আরও ১৫৭ জন যাত্রী৷ নির্ধারিত সময়ে বিমান না ছাড়ায় অবাক হয়ে যান সকলেই৷ খোঁজখবর নিয়ে তাঁরা জানতে পারেন কোনও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছ থেকে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ফোন আসে৷ ফোনে বিমানবন্দর কর্তৃপক্ষকে সে জানায় ওই বিমানটিতে বোমা রয়েছে৷ যাত্রীদের সুরক্ষার স্বার্থে বাধ্য হয়েই উড়ানটি বাতিল করে দেওয়া হয়৷

রাশিয়ায় মাঝসমুদ্রে জাহাজে আগুন, ভারতীয় নাবিকদের মৃত্যুর আশংকা

এই ঘটনার সূত্র ধরেই তদন্ত শুরু হয়৷ ফোন নম্বরের সূত্র ধরে পুলিশ বছর তেইশের ওই যুবকের খোঁজ পায়৷ তাকে গ্রেপ্তার করা হয়৷ অপরাধের ভিত্তিতে পাঁচ বছরের জেল এবং আর্থিক জরিমানাও হয় তার৷ পুলিশ সূত্রে খবর, জেরায় অপরাধ কবুল করেছে সে৷ মা-বাবার সঙ্গে দেখা করতে না চেয়েই বিমান বাতিলের জন্য বোমাতঙ্কের গুজব ছড়ায় বলেও জানিয়েছে ধৃত৷ 
 

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ