Advertisement
Advertisement

Breaking News

‘জেহাদি’ জাকিরের প্রত্যার্পণে নারাজ মালয়েশিয়া, বেকায়দায় দিল্লি  

এভাবে কতদিন ভারতের নাগালের বাইরে থাকবে জাকির?

Zakir Naik's extradition not likely in near future

ফাইল ফটো

Published by: Monishankar Choudhury
  • Posted:October 9, 2018 2:14 pm
  • Updated:October 9, 2018 2:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও জটিল হল বিতর্কিত ধর্মগুরু জাকির নায়েকের প্রত্যার্পণ প্রক্রিয়া৷ কুটনৈতিক মঞ্চে ভারতকে ফের বড়সড় ধাক্কা দিল মালয়েশিয়া৷ বিতর্কিত ওই ধর্মগুরুকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিতে আপাতত নারাজ ইসলামিক দেশটি৷ এবার আদালতের রায়েই হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত৷ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে এমনটাই জানিয়েছেন মালয়েশিয়ার এক মন্ত্রী৷

[এবার ধর্ষণের অভিযোগ ‘সংস্কারি’ অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে]

Advertisement

ভারতে আর্থিক প্রতারণা ও সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ রয়েছে জাকির নায়েকের বিরুদ্ধে৷ তার বিরুদ্ধে তদন্ত করছে এনআইএ ও ইডি৷ ২০১৬ সালেই বেগতিক দেখে দেশ ছেড়ে পালায় জাকির৷ তারপরই মালয়শিয়ায় আশ্রয় নেয় সে৷ গত জানুয়ারি মাসে ওই ধর্মগুরুর প্রত্যার্পণ চেয়ে মালয়েশিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানায় ভারত সরকার৷ সম্প্রতি ভারত সফরে এসে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলা সাগারান জানিয়েছিলেন, নায়েককে ফেরত পাঠানোর আবেদন করেন সুষমা স্বরাজ৷ তবে এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ তিনি আরও জানান, জাকিরের প্রত্যার্পণের বিষয়টি আদালতের পাঠাতে পারে সরকার৷ সেক্ষেত্রে আদালতের রায়ই শেষ কথা হবে৷ তবে ভারতে ফেরত যাওয়ার আদেশ দিলে, সেই রায়কে চ্যালেঞ্জ জানাতে পারবে জাকির৷

Advertisement

বিশেষজ্ঞদের মতে, জাকির নায়েককে ফেরত পাঠাতে মোটেও রাজি নয় মালেশিয়া৷ আদালতের দ্বারস্থ হওয়া একটি চাল মাত্র৷ ওই দেশের নেতা-মন্ত্রীদের সঙ্গে যথেষ্ট গভীর সম্পর্ক রয়েছে বিতর্কিত ধর্মগুরুর৷ আগেই সেদেশের প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদ বলেছিলেন, যতদিন পর্যন্ত জাকির নায়েক মালয়েশিয়ায় সমস্যা সৃষ্টি না করছেন ততদিন তাঁকে ভারতে ফেরানোর কথা ভাবছে না সরকার। কারণ নায়েককে ইতিমধ্যেই স্থায়ী নাগরিকত্ব দিয়ে ফেলেছে মালয়েশিয়া। তবে মালয়েশিয়া যাই বলুক না কেন, ক্রমাগত কুটনৈতিক চাপে কতদিন ভারতের নাগালের বাইরে থাকে জাকির সেটাই এখন দেখার।

             [ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় স্কুল চত্বরে ধুন্ধুমার, মাথা ফাটল অভিভাবকের                       

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ