Advertisement
Advertisement
Weekly Horoscope

৯-১৫ ফেব্রুয়ারির Horoscope: শেয়ারে বিপুল বিনিয়োগ? চলতি সপ্তাহে লাভ নাকি শুধুই লোকসান?

আপনার গোটা সপ্তাহ ভালো কাটুক।

Here are your weekly horoscope from 9th-15th February
Published by: Sayani Sen
  • Posted:February 9, 2025 11:17 am
  • Updated:February 9, 2025 11:17 am  

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে বৃহস্পতি, মিথুনে চন্দ্র ও বক্রী মঙ্গল, কন্যায় কেতু, মকরে রবি ও বুধ, কুম্ভে শনি এবং মীনে শুক্র ও রাহু। রাশিফল জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1সপ্তাহের শুরুতে কোনও সুসংবাদ পেতে পারেন। এই সময় আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ আসবে। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় অর্থনৈতিক উন্নতির দ্বার খুলে যাবে। কর্মপ্রার্থীদের জন‌্য কোনও সুখবর আসতে পারে। কর্মক্ষেত্রে স্বার্থান্বেষী সহকর্মীদের থেকে দূরে থাকুন। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের কাজে সুযোগ বৃদ্ধি পাবে। নতুন সম্পত্তি কেনার সুযোগ আসবে। সন্তানের নতুন যোগাযোগের মাধ‌্যমে ভিন রাজ্যে কর্মপ্রাপ্তি। ব‌্যবসায় বিনিয়োগের আগে ভালো করে পরিকল্পনা করে নেবেন। নিজের লক্ষ্যে পৌঁছনোর জন‌্য আরও পরিশ্রম করতে হবে। মধ‌্যবয়সি জাতক-জাতিকারা ডাক্তারকে দিয়ে মাঝেমধ্যে স্বাস্থ‌্যপরীক্ষা করান।

Advertisement

বৃষ

taurusসপ্তাহের শুরুতে পারিবারিক কারণে বাসস্থান বদলের যোগ। কর্মক্ষেত্রে নিজের ভুল-ভ্রান্তির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভর্ৎসিত হওয়ার সম্ভাবনা। বেসরকারি কর্মক্ষেত্রে কর্মরত জাতক-জাতিকারা জীবনে উন্নতির জন্য কর্ম পরিবর্তন করুন। ব্যবসায়ীদের ঋণ সংক্রান্ত সমস্যার জন্য উদ্বেগ থাকতে পারে। ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় আশানুরূপ ফল লাভ। প্রতিবেশীদের সঙ্গে কোনও বাক-বিতণ্ডায় যাবেন না। লটারি বা শেয়ার থেকে বাড়তি অর্থ হাতে আসতে পারে। প্রিয়জনের শারীরিক সমস্যার জন্য ব্যয় বাড়তে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতায় কর্মোন্নতির যোগ। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন।

মিথুন

jeminiবিগত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহটি কিছুটা আশাব‌্যঞ্জক। পৈতৃক সম্পত্তি রক্ষার জন‌্য আরও উদ্যোগী হতে হবে। নিজের অভিজ্ঞতা ও কর্মকৌশল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। ব‌্যবসায় প্রতিকূল পরিস্থিতি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তর্ক-বিতর্ক এড়িয়ে যান। পরিবারে কেউ তার প্রতি দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে প্রতারিত করতে পারে। আপনার অত‌্যধিক কাজের চাপ থাকলেও পরিবারের জন‌্য কিছুটা সময় ব‌্যয় করুন। দাম্পত‌্য ক্ষেত্রে মাঝেমধ্যে মতের অমিল হলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হবার সম্ভাবনা লক্ষ‌ করা যায়।

কর্কট

cancerসপ্তাহের শুরুতে কর্মপ্রার্থীদের নতুন কর্মলাভের সুযোগ আসবে। বয়স্ক বাবা-মায়ের একাকীত্বের জন‌্য কিছুটা সময় তাঁদের সঙ্গে কাটাবার চেষ্টা করুন। অভিনেতা-অভিনেত্রীদের কাজের সাফল্যের জন‌্য বড় কোনও সুযোগ আসতে পারে। বহুদিন ধরে চলা দাম্পত‌্য সমস‌্যা এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে আপনি আপনার ব‌্যবহারে ও কথা বলার ধরনে সহকর্মীদের মন জয় করতে পারবেন। বন্ধুবান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। পরে তারা এটা নিয়ে উপহাস করতে পারে। রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। নিজের রোজগারের মধ্যে সংসার চালানোর চেষ্টা করুন। অতিরিক্ত পরিশ্রমের জন‌্য জাতকের স্বাস্থ‌্যহানি হতে পারে।

সিংহ

leoকর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় উন্নতির যোগ। ঘরে-বাইরে গোপন শত্রুর ব‌্যাপারে সাবধানে থাকুন। পরিবহণ ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা অধিক মুনাফা লাভ করতে পারবেন। দ্বিমুখী উপায়ে রোজগারের পথ খুললেও অতিরিক্ত আমোদ-প্রমোদের জন‌্য সপ্তাহের শেষের দিকে অর্থে টান পড়তে পারে। নিজেদের ব‌্যক্তিগত জীবনে অন্যের হস্তক্ষেপ মেনে নেবেন না। যাঁরা কর্মক্ষেত্রে টাকা-পয়সা নিয়ে কাজ করেন তাঁরা খুব সতর্কভাবে কাজ করবেন। সমাজে উচ্চপদস্থ ব‌্যক্তির বদান‌্যতায় ব‌্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। সন্তানের চোখের সমস‌্যার জন‌্য পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে। অপরের উপকার করার সময় ভালো-মন্দ বিচার করে নিন।

কন্যা

virgoসন্তানের নতুন চাকরি পাওয়ার খবরে মানসিক শান্তি পাবেন। ব‌্যবসায়ীদের পাওনা টাকা আদায় নিয়ে সমস‌্যায় পড়তে হতে পারে। নতুন যানবাহন কেনার জন‌্য অর্থের সংস্থান হয়ে যাবে। এই সময় আয় অপেক্ষা ব‌্যয় কম হওয়ার ফলে সঞ্চয়ের দিকে মন দিন। নববিবাহিতরা একে অপরকে চিনে নেওয়ার চেষ্টা করুন। সন্তানের লেখাপড়া ও পরীক্ষার ফল আপনার আনন্দের কারণ হবে। বাড়িতে কোনও মঙ্গল অনুষ্ঠান নিয়ে পিতামাতার সঙ্গে বিরোধ। কর্মক্ষেত্রে বাকসংযম বজায় রাখুন। নতুন ব‌্যবসা শুরু করার ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকতে হবে। স্ত্রীর উচ্চভিলাষ পূরণ না হওয়ার ফলে মানসিক কষ্ট।

তুলা

leo কর্মক্ষেত্রে গোলযোগের জন‌্য সংস্থা পরিবর্তন করতে হতে পারে। চলাফেরায় সতর্কতা বাঞ্ছনীয়। কর্মপ্রার্থীদের নতুন চাকরির সুযোগ এলেও ব‌্যবসাতে উন্নতির যোগ। বাবা, মা ও ভাই, বোনদের জন‌্য কর্তব‌্য করলেও তাদের কাছ থেকে ভালো ব‌্যবহার পাবেন না। অত‌্যধিক বিলাসিতার জন‌্য ব‌্যয়ের ফলে সঞ্চয়ে কোপ। এই সময় সন্তানের স্বাস্থ্যের ব‌্যাপারে কিছু সমস‌্যা আসতে পারে। দাঁতের সমস‌্যায় ভোগান্তির আশঙ্কা। পারিবারিক সমস‌্যায় কতিপয় বন্ধুর সাহায্যের হাত বাড়িয়ে দেবে। যৌথ সম্পত্তি রক্ষার ক্ষেত্রে পরিবারে বিরোধ। সপ্তাহের শেষে পরিবারকে নিয়ে ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।

বৃশ্চিক

scorpioসপ্তাহের প্রথম দিকে সন্তানের পড়াশোনা নিয়ে সমস‌্যা তৈরি হতে পারে। রাস্তাঘাটে অতীব সাবধানে চলাফেরা করুন। সামাজিক কাজের মাধ‌্যমে সমাজে আপনার মানসম্মান বাড়িয়ে তুলুন। কোনও ভালো যোগাযোগের মাধ‌্যমে আপনার কর্মোন্নতি হতে পারে। চাকরিপ্রার্থীদের নতুন কর্মসংস্থানের যোগ দেখতে পাওয়া যায়। নতুন ব‌্যবসার পরিকল্পনা এই সময় সফলতা পাবে। ডাক্তার, অধ‌্যাপক, শিক্ষক-এই সমস্ত জাতক-জাতিকারা তাঁদের কর্মের সাফল‌্য লক্ষ‌ করতে পারবেন। ভাইবোনের অন‌্যায় আবদার মেনে না নেওয়ার ফলে তাদের দ্বারা অপমানিত হতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মার্জিতভাবে কথাবার্তা বলুন। দাদা বা ভাইয়ের সঙ্গে সম্পত্তিজনিত সমস‌্যার সমাধান।

ধনু

saggetariusশরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। কোনও বন্ধুর সহায়তায় পারিবারিক সমস‌্যার সমাধান। ব‌্যবসায়ীরা নতুন ব‌্যবসার পরিকল্পনা নিতে পারেন। সরকারি চাকরির জন‌্য কর্মপ্রার্থীরা প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। কর্মক্ষেত্রে অপ্রিয় কথাবার্তা এড়িয়ে চলুন। দীর্ঘদিনের কোনও বিশেষ স্বপ্ন সপ্তাহের অাদ‌্যভাগে পূরণ হতে পারে। নিজের আয় অনুযায়ী খরচ করার চেষ্টা করুন। এই সময় ছেলেমেয়েদের স্বাস্থ‌্য খুব একটা ভালো নাও থাকতে পারে। সন্তানের উচ্চশিক্ষার জন‌্য অর্থের সংস্থান হয়ে যাবে। পারিবারিক সমস‌্যায় কোনও মতামত দেওয়ার আগে ভালো করে ভাবনাচিন্তা করে নেবেন। শিক্ষার্থীদের নিজের উদাসীনতার জন‌্য ভালো সুযোগ হাতছাড়া হতে পারে।

মকর

capricornকর্মক্ষেত্রে প্রতিকূল পরিবেশ তৈরি হলেও নিজের বুদ্ধিবলে পরিস্থিতি আয়ত্তে আনতে সমর্থ হবেন। বাবা-মায়ের চিকিৎসার জন‌্য অর্থ ব‌্যয়ের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সপ্তাহের মধ‌্যভাগে একাধিক উপায়ে আয়ের সুযোগ আসবে। যৌথ সম্পত্তি রক্ষার ক্ষেত্রে পরিবারে বিরোধ। সন্তানের লেখাপড়ায় সাফল্যের জন‌্য বহুজাতিক সংস্থায় চাকরির সুয়োগ আসতে পারে। ব‌্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে। প্রান্তিক ও ক্ষুদ্র চাষিরা সরকারি সাহায্যে আবার ঘুরে দাঁড়াতে পারবেন। বয়স্ক জাতক-জাতিকারা এই সময় জ্বর ও সর্দিকাশিতে কষ্ট পেতে পারেন।

কুম্ভ

aquariusসপ্তাহের শুরুতে আর্থিক চাপ থাকলেও পরের দিকে এই সমস‌্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কর্মক্ষেত্রে দায়িত্বজ্ঞানহীনতার জন‌্য উচ্চপদস্থ ব‌্যক্তির কাছে অপমানিত হতে পারেন। সপ্তাহের মধ‌্যভাগে কর্ম পরিবর্তনের সুযোগ এলেও পরিবর্তনের আগে ভালো করে ভাবনা-চিন্তা করে নেবেন। সন্তানের উচ্চশিক্ষার জন‌্য অর্থের সংস্থান হয়ে যাবে। কর্মজীবনে কিছু সমস‌্যা থাকলেও তা নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। নতুন গৃহ নির্মাণের জন‌্য ঋণ মঞ্জুর হতে পারে। সপ্তাহের শেষভাগে স্ত্রীর নামী প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। ঠিকাদারি ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা বড় কাজের সুযোগ পাবেন।

মীন

piscesখরচবহুল সপ্তাহ হলেও নানা উপায়ে অর্থ হাতে আসবে। এই সময় উদ্ভূত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। লটারি বা শেয়ারে খুব বেশি বিনিয়োগ করবেন না। বাড়ি রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে। কর্মপ্রার্থীদের নতুন কিছু করার সুযোগ আসবে। শ্বশুরকুল থেকে অর্থ ও স্থাবর সম্পত্তি হাতে আসতে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা নিজ দলে সম্মানজনক পদ পেতে পারেন। বয়স্ক জাতক-জাতিকারা একাকীত্ব ঘোচাবার জন‌্য সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার চেষ্টা করুন। বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের জন‌্য সময়টি শুভ।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement