BREAKING NEWS

১০ চৈত্র  ১৪২৯  শনিবার ২৫ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

২৯ জানুয়ারি-৪ ফেব্রুয়ারির Horoscope: কেমন কাটবে আপনার এই সপ্তাহ, জেনে নিন রাশিফলে

Published by: Sulaya Singha |    Posted: January 29, 2023 11:11 am|    Updated: January 29, 2023 11:11 am

this is the weekly horoscope, know what is there in your fate | Sangbad Pratidin

গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? সঞ্চয়ের সম্ভাবনা আছে নাকি বাড়বে খরচ? এ সপ্তাহের রাশিফল (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে অত‌্যধিক ব‌্যস্ততার জন‌্য ব‌্যক্তিগত জীবনে সমস‌্যার সৃষ্টি হতে পারে। ব‌্যবসায়ীরা বড় আর্থিক লেনদেন করার আগে সবদিক বিবেচনা করে নেবেন। সমাজসেবা ও রাজনীতির সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। এই সময় ভবিষ‌্যতের জন‌্য সঞ্চয়ে মন দেওয়া দরকার। যাঁরা চাকরি বদলের সিদ্ধান্ত নিতে চাইছেন, তাঁদের জন‌্য সময়টি শুভ।

বৃষ

taurus কর্মক্ষেত্রে বড় কোনও দায়িত্ব নিতে হতে পারে। সেই সূত্রে পদোন্নতির যোগ লক্ষ‌ করা যায়। ব‌্যবসায়ীদের এই সময় নানা প্রতিকূল পরিস্থিতির মধ‌্য দিয়ে চলতে হতে পারে। সন্তানের এই সময় কর্মসূত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা। বয়স্ক জাতক-জাতিকারা নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। নব-বিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে।

মিথুন

jeminiআশা-নিরাশা নিয়ে সপ্তাহটি কাটবে। জমিজমা ও সম্পত্তি রক্ষার জন‌্য আরও উদ‌্যমী হতে হবে। হঠাৎ কোনও খবরে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পেতে পারে। চল্লিশোর্ধ্ব জাতক-জাতিকারা নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দিন। স্ত্রীর স্বাধীনচেতা মনোভাবের জন‌্য সংসারে অশান্তি দেখা দিতে পারে। খাওয়া-দাওয়ার ব‌্যাপারে সতর্ক থাকুন।

কর্কট

cancerসপ্তাহের প্রারম্ভে ভ্রমণের যোগ বিদ‌্যমান। এই সময় ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। ছাত্রছাত্রীদের জন‌্য সপ্তাহটি শুভ। এই সময় উচ্চশিক্ষা ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের মনের মতো বিশ্ববিদ‌্যালয়ে ভরতির সুযোগ আসতে পারে। প্রতিবেশীদের সঙ্গে অকারণে বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকুন। গণ-পরিবহণ চালকরা অত‌্যন্ত সতর্কভাবে এই সময় গাড়ি চালাবেন।

সিংহ

leoআপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে সহযোগিতার ফলে পদোন্নতি। শ্বশুরকুল থেকে স্ত্রীর সম্পত্তিলাভ সম্ভব। ব‌্যবসায়ীদের শুল্ক-সংক্রান্ত সমস‌্যার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। সংগীত-শিল্পী, নৃত‌্যশিল্পী ও বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের সময়টি শুভ। এই সময় তাঁদের নিজ কাজের সাফল্যের জন‌্য জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।

কন্যা

virgoএই সপ্তাহে অত‌্যাধিক ব‌্যয়ের জন‌্য সঞ্চয়ে বাধা। পৈত্রিক সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন‌্য অতিরিক্ত ব‌্যয় আপনাকে উদ্বেগে রাখবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আরও ভাল ফল করার জন‌্য মনোযোগী হওয়া প্রয়োজন। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের শিল্পসত্তার দক্ষতার কারণে ভাল কাজের বরাত মিলতে পারে। ঘরে-বাইরে নিজের রাগ সংযত না রাখলে বিপত্তির আশঙ্কা।

তুলা

leoনতুন সম্পত্তি কেনার ব‌্যাপারে কিছু সমস‌্যা দেখা দিতে পারে। সন্তানের বিবাহ নিয়ে পরিবারে চলা অশান্তি মিটে যেতে পারে। কর্মক্ষেত্রে অত‌্যাধিক পরিশ্রম করলেও পদোন্নতি আটকে যেতে পারে। এই সময় বিকল্প কাজের চেষ্টা চালিয়ে যাওয়া দরকার। ব‌্যবসায় কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। সপ্তাহের শেষে নিজের শরীরের প্রতি যত্নবান হোন।

বৃশ্চিক

scorpioসপ্তাহের শুরুতে পুরনো ধারদেনা শোধ করার সুযোগ আসবে এই সময় খরচের ক্ষেত্রে সতর্কতা বাঞ্ছনীয়। পারিবারিক ও বিবাহিত জীবনে মিশ্রফল আশা করতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। ছাত্রছাত্রীদের জন‌্য সপ্তাহটি শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন‌্য বেশি করে পরিশ্রম করতে হবে। মরসুমি রোগ থেকে সাবধানে থাকুন।

ধনু

saggetariusসপ্তাহটিতে ভাই-বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি। গুরুজনদের পরামর্শে সাংসারিক অশান্তি মিটে যাবে। পুরনো বন্ধুর সাহায্যে নতুন ব‌্যবসা শুরুর পরিকল্পনা করতে পারেন। রাজনীতিবিদদের সামাজিক কাজের জন‌্য সম্মান বৃদ্ধি পেতে পারে। সপ্তাহের মধ‌্যভাগে আয়-বৃদ্ধির সুযোগ এলেও নিজের অবহেলায় সেই সুযোগ নষ্ট করবেন না। লৌহ, বস্ত্র ও ঔষধ ব‌্যবসায়ীরা এই সময় বাড়তি মুনাফা লাভ করতে পারবেন।

মকর

capricornবিগত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহে আর্থিক উন্নতি লক্ষ‌্য করা যায়। স্ত্রীর স্বাস্থ‌্য এই সময় খুব একটা ভাল যাবে না। বিদেশে কর্মরত সন্তানের খবর না পাওয়ার ফলে মানসিক দুশ্চিন্তা। প্রতিবেশীদের সঙ্গে অযথা বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বন্ধু-বান্ধবের কাছ থেকে মূল‌্যবান উপহার পেতে পারেন।

কুম্ভ

aquariusকর্মক্ষেত্রে নিজের প্রাধান‌্য বজায় রাখার চেষ্টা করুন। অধস্তন কর্মচারীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব‌্যবহার করুন। সন্তানের কর্মক্ষেত্রে গোলযোগ দেখা দেওয়ায় কর্ম পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া দরকার। অবিবাহিত সন্তানের বিবাহযোগ বিদ‌্যমান। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। সপ্তাহের শেষে কাজের চাপ বাড়বে।

মীন

piscesসপ্তাহের শুরুতে আর্থিক সমস‌্যা দেখা দিতে পারে। নানা কারণে ব‌্যয়বৃদ্ধির যোগ। কর্মক্ষেত্রে পদোন্নতি হলেও বদলির যোগ লক্ষ‌ করা যায়। অংশীদারী ব‌্যবসায় বহুদিন ধরে চলা সমস‌্যার সমাধান। পারিবারিক সম্পত্তি নিয়ে ভাই-বোনদের সঙ্গে মতবিরোধ হতে পারে। ছোট সন্তানের চোখের সমস‌্যার জন‌্য পড়াশোনার ক্ষতি হতে পারে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে