Advertisement
Advertisement

Breaking News

সোনারপুরে পুলিশের জালে অস্ত্র কারবারি, বাজেয়াপ্ত প্রচুর আগ্নেয়াস্ত্র

অস্ত্র পাচারের আগেই গ্রেপ্তার৷

Police nabs 2 arms dealers from Kolkata suburb

ছবি: বিশ্বজিৎ নস্কর

Published by: Sayani Sen
  • Posted:August 13, 2018 12:16 pm
  • Updated:August 13, 2018 12:16 pm

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা:  পুলিশের জালে ধরা পড়ল দুই অস্ত্র ব্যবসায়ী৷ অস্ত্র বিক্রি করতে  তারা  জড়ো হযেছিল দক্ষিণ শহরতলির কামালগাজি বাইপাসে৷ গোপন সূত্রে খবর পেযে দু’জনকেই গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্রন নগদ টাকা ও একটি বাইক৷ 

[রাজনীতির মঞ্চ ছেড়ে মহাশূন্যের ঠিকানায় সোমনাথ চট্টোপাধ্যায়]

ধৃতেরা হল রাজেশ শর্মা ও মোস্তাক আলম৷ হুগলির উত্তরপাড়া থানা এলাকার বড়বেহারা পাড়ার বাসিন্দা রাজেশ শর্মা৷ আর মোস্তাক আলমের বাড়ি উত্তর ২৪ পরগনার নারায়ণপুর থানার রাজারহাট গোপালপুরে৷ ধৃতদের কাছ থেকে ১০টি ওয়ান শাটার বন্দুক, ৩টি সেভেন এমএম বন্দুক ও ৬টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে৷ ওই দুই অস্ত্র কারবারীর কাছে ছিল  নগদ ৩৮ হাজার ৫০০টাকা ও দুটি মোবাইল ও দুটি বাইকও৷ পুলিশ সূত্রে খবর, এর আগে একাধিক অস্ত্র পাচারের ঘটনায় নাম জড়িয়েছিল  রাজেশ ও মোস্তাকের৷ তদন্তকারীদের দাবি,  হাড়োয়া, কাশিপুর, ভাঙড় ও ক্যানিংয়ে অস্ত্র বিক্রি করত তারা। কিন্তু, কারা অস্ত্র কিনত?  কেনই বা কিনত? তা খতিয়ে দেখছে পুলিশ৷ 

Advertisement
[আত্মহত্যার হুমকি, যুবতীর থেকে সাড়ে তিন লক্ষ টাকা হাতিয়ে উধাও ‘হবু স্বামী’]

বৃহস্পতিবার গভীর রাতে ক্যানিংয়ে তিন অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার হয়৷ পুলিশ খবর পায় মাতলা ব্রিজে অস্ত্র বিক্রি করবে ওই তিন ব্যবসায়ী৷ অস্ত্র বিক্রি ঠেকাতে ব্রিজের উপর গাড়ি থামিয়ে শুরু হয় তল্লাশি৷ একটি গাড়ি খেকে উদ্ধার হয় ১২টি ওয়ান শাটার বন্দুক ও ৯টি তাজা বোমা৷ ওই গাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ৷ গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়৷ ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী এলাকায় অস্ত্রগুলি পাচারের পরিকল্পনা করেছিল তারা৷    

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ