Advertisement
Advertisement
Lok Sabha 2024

আমেঠি-রায়বরেলিতে মনোনয়নের আগেই রামলালার দর্শনে অযোধ্যায় রাহুল-প্রিয়াঙ্কা!

উত্তর ভারতে ভোট শুরু হতেই সেই রামলালার শরণ নিতে হচ্ছে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, রাহুল এবং প্রিয়াঙ্কা দ্বিতীয় দফার ভোট মিটতেই রামলালার দর্শনে অযোধ্যা যাবেন।

Lok Sabha 2024: Gandhi siblings’ Ayodhya stop likely before Amethi, Raebareli visits, say Sources
Published by: Subhajit Mandal
  • Posted:April 25, 2024 8:54 am
  • Updated:April 25, 2024 1:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছিল কংগ্রেস। ‘ওটা বিজেপির অনুষ্ঠান’, এই অজুহাতে রামলালার প্রাণপ্রতিষ্ঠায় থাকেননি খাড়গে, সোনিয়ারা। কিন্তু উত্তর ভারতে ভোট শুরু হতেই সেই রামলালার শরণ নিতে হচ্ছে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, রাহুল এবং প্রিয়াঙ্কা দ্বিতীয় দফার ভোট মিটতেই রামলালার দর্শনে অযোধ্যা যাবেন।

শুক্রবার দ্বিতীয় দফায় রাহুলের (Rahul Gandhi) কেন্দ্র ওয়ানড়ে ভোট। বুধবারই ওই পর্বের জন্য প্রচার পর্ব শেষ হয়েছে। কেরল এবং কর্নাটকের প্রচার শেষ করেই রাহুলরা এবার মনোনিবেশ করবেন উত্তর ভারতে। শুরুটা হবে উত্তরপ্রদেশের রায়বরেলি এবং আমেঠিতে (Amethi) জনসভার মাধ্যমে। সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে সূত্রের দাবি, আমেঠি এবং রায়বরেলির মনোনয়নের আগেই রাহুল প্রিয়াঙ্কারা যেতে পারেন অযোধ্যায় রামলালার দর্শনে।

Advertisement

[আরও পড়ুন: ইভিএম-ভিভিপ্যাট ১০০ শতাংশ মিলিয়ে দেখার দাবি, কমিশনের থেকে ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট]

আমেঠি এবং রায়বরেলির মনোনয়ন প্রক্রিয়া শুরু হচ্ছে দ্বিতীয় দফার ভোটের দিন অর্থাৎ শুক্রবার থেকে। কংগ্রেস (Congress) এখনও ওই দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি। শোনা যাচ্ছে, ওই দুই কেন্দ্রে শেষমেশ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীই (Priyanka Gandhi) লড়বেন। দ্বিতীয় দফার ভোট মিটতেই আমেঠি এবং রায়বরেলিতে সভা করার কথা রাহুল-প্রিয়াঙ্কার। ওই সভার আগেই অযোধ্যায় গিয়ে রামলালার (Ramlala) দর্শন করবেন তাঁরা। যদিও সরকারিভাবে কংগ্রেসের তরফে এ নিয়ে কোনও নেতা টু শব্দটি করছেন না। কংগ্রেস সূত্রের খবর, সবটাই এখন পরিকল্পনার স্তরে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গান্ধী পরিবারই নেবে।

Advertisement

[আরও পড়ুন: ভোটের মাঝে ৫ কোটি টাকা চেয়ে উদয়ন গুহকে চিঠি KLO’র, তুমুল চাঞ্চল্য]

ইন্ডিয়া টুডে’ বলছে রাহুল এবং প্রিয়াঙ্কা শেষ পর্যন্ত আমেঠি এবং রায়বরেলি থেকে লড়লেও সেটা ঘোষণা করা হবে ৩০ এপ্রিল। তার আগে নয়। ওই দুই কেন্দ্রের মনোনয়ন দেওয়ার শেষ দিন ৩ মে। সুতরাং হাতে সময় এখনও রয়েছে। রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী যে নিজেদের গড় আমেঠি এবং রায়বরেলি থেকে লোকসভার (Lok Sabha 2024) লড়াইয়ে নামবেন, সে বিষয়ে নিশ্চিত স্থানীয় নেতৃত্ব। সেই মতো প্রস্তুতিও শুরু হয়েছে। যদিও সরকারিভাবে গান্ধী পরিবারের সদস্যরা এ নিয়ে মুখে কুলুপ এটে রয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ