Advertisement
Advertisement

Breaking News

North Korea experiments

মার্কিন হুঁশিয়ারিকে বুড়ো আঙুল! রমরমিয়ে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছেন কিম

চাঞ্চল্যকর রিপোর্ট জমা পড়ল রাষ্ট্রসংঘে৷

North Korea experiments atomic tests by evading UN sanctions
Published by: Tanujit Das
  • Posted:August 5, 2018 6:29 pm
  • Updated:March 29, 2019 5:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিষেধাজ্ঞা উড়িয়ে রমরমিয়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, বেআইনি অস্ত্র ব্যবসা ও অন্যান্য  ব্যবসা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া৷ সাম্প্রতিক রিপোর্টে এমনই অভিযোগ করেছে রাষ্ট্রসংঘ৷ ১৪৯ পাতার রিপোর্টে বলা হয়েছে, জাহাজে করে সমুদ্র পথে বিভিন্ন দেশে পেট্রলিয়াম পণ্য ও কয়লা সরবরাহ করছে পিয়ংইয়ং৷ সকলের অলক্ষ্যে চালাচ্ছে ব্যালিস্টিক মিসাইলের চোরা চালানও৷

[পাক সেনা বা আইএসআই নয়, প্রযুক্তিতেই বিরোধীদের মাত দিয়েছেন ইমরান]

Advertisement

কয়েকদিন আগেই এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন মার্কিন গোয়েন্দারা৷ উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দেন মার্কিন বিদেশমন্ত্রী মাইক পম্পেও৷ বলেন, পিয়ংইয়ং-এর উপরে চাপ সৃষ্টি করুক রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত অন্যান্য দেশগুলি৷ তবে, সমস্ত হুঁশিয়ারিকে অমান্য করছে কিমের দেশ৷ জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইতিবাচক বৈঠকের পরেও গোপনে পারমাণবিক অস্ত্র ও মিসাইল প্রযুক্তির উন্নতি ঘটিয়ে চলেছেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন৷ এছাড়া, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নির্দেশ অমান্য করেই অবৈধভাবে সমুদ্র পথে চালিয়ে যাচ্ছে পেট্রোপণ্য এবং কয়লা আমদানি৷ সূত্রের খবর, ২০১৮-র প্রথম পাঁচ মাসে ৫ লাখ ব্যারেলেরও বেশি পেট্রলিয়াম  কিনেছে কিমের দেশ৷ ৪০টি জাহাজে করে ১২০টি আন্তর্জাতিক সংস্থা থেকে এই তেল এসেছে উত্তর কোরিয়ায়৷

Advertisement

[স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিদেশের মাটিতে ভারতকে অসম্মানের ছক কষছে ISI]

কেবল আমদানিই নয়, নিষেধাজ্ঞা অমান্য করে বেআইনি রপ্তানিও চালাচ্ছেন উত্তর কোরিয়ায় সর্বাধিনায়ক৷ রাষ্ট্রসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০১৭-র অক্টোবর থেকে ২০১৮-র মার্চ পর্যন্ত চিন, ভারত এবং অন্যান্য দেশে লোহা ও ইস্পাত সরবরাহ করেছে পিয়ংইয়ং৷ আয় করেছে ১৪ মিলিয়ন ডলার৷ ঘানা, মেক্সিকো, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তুরস্ক ও উরুগুয়েতে করেছে বস্ত্র রপ্তানি৷ সেখান থেকে আয় করেছে ১০০ মিলিয়ন ডলার৷ এমনকি, লিবিয়া, ইয়েমেন ও সুদানে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জামও চোরা পথে চালান করেছে কিমের দেশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ