Advertisement
Advertisement

Breaking News

Raj Chakraborty

‘রাজই জিতবে’, তারকা জামাইয়ের জয় নিয়ে আত্মবিশ্বাসী শুভশ্রীর মা

ইতিমধ্যেই বারাকপুরে প্রচার শুরু করে দিয়েছেন টলিপাড়ার পরিচালক।

TMC's star candidate Raj Chakraborty's mother in law confident about his win | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 12, 2021 9:36 am
  • Updated:March 17, 2021 5:59 pm

সৌরভ মাজি, বর্ধমান: বারাকপুরে জিতবেন জামাই রাজ চক্রবর্তীই (Raj Chakraborty)। সে বিষয়ে তিনি ১০০ শতাংশ নিশ্চিত। বৃহস্পতিবার তৃণমূলের এক কর্মসূচিতে এসে এমনটাই দাবি করেন অভিনেত্রী শুভশ্রীর মা বীণা গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপর হামলার প্রতিবাদে এদিন বর্ধমানের বাজেপ্রতাপপুরে পথ অবরোধ করেন তৃণমূল সমর্থকরা। সেই কর্মসূচিতে যোগ দেন শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় ও মা বীণাদেবী। সেখানেই এই মন্তব্য করেন বীণাদেবী।

শোনা যায়, ২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিংয়ের সময় রাজ-শুভশ্রীর প্রেমের সূত্রপাত হয়। ২০১৮ সালের ৬ মার্চ শুভশ্রীর (Subhashree Ganguly) সঙ্গে বাগদান সারেন রাজ চক্রবর্তী। মে মাসে বাওয়ালি রাজবাড়িতে সাত পাকে বাঁধা পড়েন দুই তারকা। গত বছর ছেলে যুভানের জন্ম হয়। জামাই বারাকপুরের প্রার্থী হওয়ায় খুশি দু’জনেই।

Advertisement

[আরও পড়ুন: এক কাপ কফিতে কত কীই না হতে পারে! যশকে কী বোঝালেন নুসরত?]

বাজেপ্রতাপপুর এলাকাতেই বাড়ি দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় ও বীণাদেবীর। বৃহস্পতিবারের অবরোধ কর্মসূচিতে এসে মিছিলে হাঁটেন শুভশ্রীর মা-বাবা। রাস্তায় বসে অবরোধেও সামিল হন তাঁরা। এর আগে এদিন দুপুরে শহরের কার্জন গেট চত্বরেও টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস। সেখানেই বীণাদেবী বলেন, “রাজ জিতবেই। ১০০ শতাংশ নিশ্চিত আমরা।” চলতি বছরেই আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন রাজ চক্রবর্তী। গত শুক্রবার বারাকপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারাকপুরের প্রার্থী হওয়ায় খুশি রাজও। জানান, ওই এলাকাতেই তাঁর বেড়ে ওঠা। বারাকপুরের অলিগলি বেশ ভালভাবেই চেনেন তিনি। প্রচারপর্ব শুরুও করে দিয়েছেন টলিউডের পরিচালক। এর মধ্যেই আবার শুভশ্রীর সঙ্গে রুবি হাসপাতালে ওয়ার্ল্ড কিডনি ডে’র অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। টুইটারে আপলোড করেছেন সেই ছবি। 

Advertisement

[আরও পড়ুন: প্রতিভার স্বীকৃতি, সাহিত্য অ্যাকাডেমি পাচ্ছেন বর্ষীয়ান সাহিত্যিক শংকর!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ