Advertisement
Advertisement
Salman Khan

‘ভালোবাসা বন্ধ করে দিলে, আমি শেষ হয়ে যাব!’ ভাইরাল সলমনের লাভ লেটার, কাকে লিখেছেন?

কী লিখেছিলেন সলমন?

Salman Khan's old letter to fans after 'Maine Pyaar Kiya' success goes viral
Published by: Akash Misra
  • Posted:May 6, 2024 5:31 pm
  • Updated:May 6, 2024 6:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইয়েহি সচ হ্যায়, শায়েদ ‘ম্য়ায়নে প্যায়ার কিয়া’! হ্য়াঁ, সিনেমার পর্দায় যখনই প্রেম অবতারে এসেছেন বলিউডের দাবাং খান। তখনই বক্স অফিসে শোরগোল পড়ে গিয়েছে। তা নায়ক হিসেবে প্রথম ছবি ‘ম্যায়নে প্য়ায়ার কিয়া’ হোক কিংবা ‘হাম আপকে হ্যায় কউন’, ‘হাম সাথ সাথ হ্য়ায়’। সলমন, প্রেম চরিত্রে অভিনয় করলেই সেই ছবি হয়ে ওঠে প্রেমে ভরপুর। কিন্তু নিয়তি দেখুন, ছবির পর্দায় প্রেম ঠাকুর হলেও, বাস্তবে সলমনের জীবনে প্রেম নেই! একের পর এক নারী তাঁর জীবনে এলেও, টেকেনি কেউই। তবে নিজে হাতে প্রেমপত্র কিন্তু লিখেছিলেন সলমন। আর সেই প্রেমপত্র এবার ভাইরাল হল সোশাল মিডিয়ায়।

ব্যাপারটা একটু বিশদে বলা যাক বরং। ১৯৮৯ সালে মুক্তি পায় সলমন খান ভাগ্যশ্রী অভিনীত ‘ম্যায়নে প্যায়ার কিয়া’। সেই সময় ছবিটি বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল। রেকর্ড ব্যবসা করেছিল। নায়ক হিসেবে প্রথম ছবি সুপারহিট হওয়ায় সলমন দর্শকদের উদ্দেশে লিখেছিলেন একটি প্রেমপত্র। সেই লেখাই এবার ভাইরাল সোশাল মিডিয়ায়।

Advertisement

[আরও পড়ুন: রেখার কথায় কেঁদে ফেলেছিলেন মনীষা কৈরালা! কী এমন বলেছিলেন ‘উমরাও জান’? ]

সলমন সেই চিঠিতে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা উজার করে দেন। সলমন লেখেন, ”আমি চাই আপনারা আমার সম্পর্কে একটা বিষয় জানুন। আমাকে অভিনেতা হিসেবে গ্রহণ করার জন্য এবং আমার অনুরাগী হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।”

Advertisement

এই চিঠিতে সলমন আরও লেখেন, ”আমি জানি এখন আমি যাই করি না কেন তার সঙ্গে ‘ম্যায়নে পেয়ার কিয়া’র তুলনা করা হবে। তাই আপনারা যখনই কোনও আমার ছবির ঘোষণা শুনবেন, নিশ্চিত থাকুন সে একটা ভালো ছবি হতে চলেছে। আর আমি সেই ছবিতে আমার ১০০ শতাংশ দেব।”

বলিউডের দাবাং খান আরও লিখেছিলেন, ‘আমি আপনাদের সবাইকে ভালবাসি। আশা করি আপনারাও আমাকে এভাবেই ভালবাসতে থাকবেন। কারণ যেদিন আপনারা আমাকে ভালোবাসা বন্ধ করে দেবেন, যেদিন আপনারা আমার ছবি আর দেখবেন না, সেদিনই আমার শেষ।’

প্রসঙ্গত, চলতি বছরের ইদে নতুন ছবির ঘোষণা করেছেন সলমন। ছবির নাম ‘সিকন্দর’। ‘সিকন্দর’ ছবির শুটিংয়ের সময় সলমনের জন্য অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে। শুধু তাই নয়, বিদেশের মাটিতেই নাকি এই ছবির পুরো শুটিং হবে। তবে কোন দেশে, তা এখনও ফাঁস করতে চায়নি ছবির টিম। ২০২৫-এর ইদে মুক্তি পাবে সলমনের ‘সিকন্দর’।

[আরও পড়ুন: গলায় মালা, মাথায় মুকুট, আদৃত-কৌশাম্বির বিয়ের অনুষ্ঠান শুরু! ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ