Advertisement
Advertisement
Elephant

বন্য হাতি মেরে মাংস খাওয়ার অভিযোগ, পুঁতে রাখা হল হাড়গোড়! চাঞ্চল্য বাংলাদেশে

অপরাধীদের ধরতে তদন্তে নেমেছে পুলিশ। 

A elephant allegedly killed in Bangladesh
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:March 4, 2024 6:01 pm
  • Updated:March 5, 2024 6:06 pm

সুকুমার সরকার, ঢাকা: হরিণ-সহ বিভিন্ন বন্য প্রাণী মেরে তার খাওয়ার খবর সামনে আসে। কিন্তু এবার হাতি মেরে তার মাংস খাওয়ার অভিযোগ প্রকাশ্যে এসেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চট্টগ্রাম জেলার কাপ্তাই উপজেলায়। অপরাধীদের ধরতে তদন্তে নেমেছে পুলিশ। 

জানা গিয়েছে, এই ঘটনায় কোনও অসাধু চক্রের জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। ঘটনাটি গোপন রাখতে বন্য হাতির হাড়গোড়গুলো মাটিতে পুঁতে রাখা হয়। যা রবিবার উপজেলার রাইখালী ইউনিয়নের ডংনালা চন্দনীপাড়া থেকে উদ্ধার করেন বনবিভাগের কর্মীরা। এনিয়ে বনদপ্তরের তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে এই খবরটি মিলেছিল। তার পরই তল্লাশি চালিয়ে হাতির হাড়গুলো উদ্ধার করা হয়। তবে কারা এই কাণ্ডের সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি।

Advertisement

[আরও পড়ুন: ঢাকার অগ্নিকাণ্ডে ‘মর্মাহত’, বাংলাদেশকে শোকবার্তা পাঠালেন জাপানের বিদেশমন্ত্রী]

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের আওতাধীন রাইখালী রেঞ্জ আধিকারিক মহম্মদ জাহেদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনও অসাধু চক্র এই কাজ করেছে। স্থানীয় বন্য হাতিটিকে হত্যার পর মাংস খেয়ে হাড়গুলো মাটিতে পুঁতে রাখা হয়েছিল। এই ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।     

Advertisement

তিনি আরও জানান, উদ্ধার করা হাড়-সহ অন্যান্য অংশ ময়নাতদন্তের জন্য ঢাকার পশু হাসপাতালে পাঠানো হয়েছে। বনবিভাগের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় আধিকারিক মহম্মদ নুরুল ইসলাম বলেন, “অপরাধীদের ধরতে আমরা সবরকম পদক্ষেপ করছি। অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না। এবিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ