Advertisement
Advertisement

Breaking News

Hamoon

‘হামুনে’র জেরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা, পরিস্থিতি মোকাবিলায় তৈরি সরকার

মৎস্যজীবীদের ট্রলার নিয়ে গভীর সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি।

Bangladesh government prepared to deal with Cyclone Hamoon | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 24, 2023 8:25 pm
  • Updated:October 24, 2023 8:25 pm

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের (Bangladesh) উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন’ (Cyclone Hamoon)। যার জেরে বিভিন্ন প্রান্তে বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে বলেই খবর।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণিঝড়টির মূল অংশ মঙ্গলবার সন্ধে ৬ টা থেকে রাত ৯ টা নাগাদ উপকূল অতিক্রম শুরু করতে পারে। এছাড়াও বাংলাদেশের উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় রয়েছে। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুট অধিক জল উঠে যাবে।

Advertisement

[আরও পড়ুন: অষ্টমীতে ঢাকেশ্বরী মন্দিরে শেখ হাসিনা, পুরোহিতদের সঙ্গে শারদীয়ার শুভেচ্ছা বিনিময়]

জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। ভারী বৃষ্টির প্রভাবে কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে খবর। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকো ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ইলিশ ধরায় মানা! অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান চালাতেই পুলিশের উপর পালটা হামলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ