Advertisement
Advertisement
Bangladesh

বাংলাদেশে জাতীয় রাজস্ব বোর্ডে শাটডাউন, সারা দেশে বন্ধ আমদানি-রপ্তানি

বিভিন্ন বন্দরে দিনভর দাঁড়িয়ে রইল পণ্যবোঝাই ট্রাক।

Bangladesh is complete shutdown over demands of the employees of revenue board, no import-export done on Saturday
Published by: Sucheta Sengupta
  • Posted:June 28, 2025 9:23 pm
  • Updated:June 28, 2025 9:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সচিবালয় কর্মচারীদের মতো দাবিদাওয়া নিয়ে এবার কড়া আন্দোলন শুরু করল জাতীয় রাজস্ব বোর্ডের কর্মচারীরা। এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাত সংস্কারের দাবিতে শাটডাউন কর্মসূচি শুরু হল শনিবার থেকে। সেই কারণে সকাল থেকে এনবিআরে কোনও কাজ হয়নি। ভবনের ভিতরে কেউ ঢুকতে বা বেরতেও পারেননি। এদিন বন্ধ ছিল এনবিআরের সমস্ত পরিষেবা। এছাড়া চট্টগ্রাম বন্দর, বেনাপোল, হিলি বন্দর, বুড়িমারি স্থলবন্দর, আখাউরা স্থলবন্দর, ঢাকা কাস্টমস হাউস-সহ দেশের সব শুল্ক স্টেশনে কার্যক্রম বন্ধ। তার জেরে আমদানি–রপ্তানিতেও শুল্ক গ্রহণের কাজ হচ্ছে না।

Advertisement

শনিবার সকাল থেকে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি শুরু করেন আন্দোলনরত কর্মীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই আন্দোলন চলে। এদিন এনবিআরের ঢাকা কার্যালয়ের কর্মকর্তাসহ দেশের বিভিন্ন প্রান্তের কর্মকর্তারা আগারগাঁও এনবিআর ভবনের সামনে সমবেত হন। এনবিআরের তিনটি ফটকে তালা ঝুলতে দেখা যায়। ভিতরে পাহারায় ছিল বিজিবি, পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ডের সদস্যরা। এনবিআর ভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কার্যত অবরুদ্ধ ছিল এনবিআর কার্যালয়।

আন্দোলনরত কর্মীদের অভিযোগ, এনবিআর চেয়ারম্যান সমস্যার সমাধান না করে মিথ্যাচার করছেন। এই পরিস্থিতিতে এদিন থেকে সারা দেশের শুল্ক কর কার্যালয়েও শুরু হয়েছে লাগাতার শাটডাউন কর্মসূচি। ভোর ছ’টা থেকে চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি পণ্যের শুল্কায়নও বন্ধ হয়ে যায়। সকাল থেকে এ কর্মসূচি শুরুর পর থেকে বন্দরে পণ্য খালাস কার্যক্রমে বিঘ্ন তৈরি হয়। চট্টগ্রাম বন্দরে প্রবেশ করতে রাস্তায় দাঁড়িয়ে ছিল পণ্যবাহী ট্রাক। বন্দরের জেটির ভিতরেও পণ্য বোঝাইয়ের অপেক্ষায় জট তৈরি হয় গাড়ির।সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ”আমদানি-রপ্তানি পণ্যের শুল্কায়ন বন্ধ হলেও আগে নিবন্ধন হওয়া জাহাজ থেকে বন্দরে কন্টেনার ওঠানো-নামানো কার্যক্রম চালু রয়েছে। নিবন্ধনহীন নতুন জাহাজ জেটিতে আসলে শাটডাউন কর্মসূচির আওতায় পড়বে। তখন বন্দরের কার্যক্রমেও প্রভাব পড়বে ব্যাপক হারে।

বেনাপোল কাস্টম হাউসের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব অফিসার আবু তাহেরের বক্তব্য,  এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। কাস্টমসের কোথাও কাজ হচ্ছে না। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। তবে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেছে আটা ও মাছের ২৬টি ট্রাক। কাস্টমস কর্মকর্তরা বলছেন, ২৬টি ট্রাকের কাগজপত্র আগের দিন স্বাক্ষর করা হয়েছিল।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ জিরো পয়েন্টে অবস্থিত কাষ্টমস ভবনের মূল ফটক বন্ধ করে দিয়ে ভেতরে অবস্থান করেন সেখানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা। ভবনের সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাদের কর্মসূচি সম্বলিত শাটডাউনের ব্যানার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement