Advertisement
Advertisement

Breaking News

BSF member

প্রেমিকার স্বামীর তাড়া খেয়ে সীমান্ত পার, বাংলাদেশে আটক BSF সদস্য, ফেরাল BGB

অভিযোগ, গোপনে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই ব্যক্তি।

BSF member allegedly crosses border chased by lover's husband, returned by BGB | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 28, 2023 9:01 pm
  • Updated:July 28, 2023 9:01 pm

সুকুমার সরকার, ঢাকা: প্রেমের টান ভরা কোটালের থেকেও বেশি। এই টানেই সীমা হায়দার ভারত-পাক সীমান্ত পেরিয়েছিলেন। এদিকে আবার বিএসএফ সদস্য সোনু কুমার জেটপ (৩০) ঘটিয়ে বসলেন আরেক কাণ্ড। গোপনে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রেমিকার স্বামীর তাড়া খেয়ে ঢুকে পড়েন বাংলাদেশে।

বাংলাদেশের উত্তর জনপদ জেলা কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্ত এলাকায় ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, সোনু কুমার ভারতের বিষখাওয়া ৩১ বিএসএফ ক্যাম্পের ব্যাটালিয়ন সদস্য। ক্যাম্পের পাশের গ্রামের এক বিবাহিত মহিলার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে ওই গ্রামে যান সোনু। আর সেকথা টের পেয়ে যায় প্রেমিকার স্বামী। তাতেই ঘটে বিপত্তি।

Advertisement

[আরও পড়ুন: ‘মেয়াদ উত্তীর্ণ ওষুধকে ফের বিক্রির অসাধু চক্র চলছে’, রাজ্যপালের দাবি ঘিরে জোর বিতর্ক]

আশেপাশের লোকজন নিয়ে সোনু কুমার জেটপকে তাড়া করেন ওই ব্যক্তি। প্রেমিকার স্বামীর তাড়া খেয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়েন বিএসএফ সদস্য। বাংলাদেশের মানুষ আবার তাঁকে আটক করে বিজিবির হাতে তুলে দেন। কুড়িগ্রাম ২২ বিজিবি অধীনস্থ কেদার বিওপির সুবেদার মো. আফতাব উদ্দিন জানান, অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের জন্য ওই বিএসএফ সদস্য দুঃখ প্রকাশ করেন।

Advertisement

ভারত-বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বিষয়টি পতাকা বৈঠক হয়। আর তার মাধ্যমেই রাত সাড়ে বারোটা নাগাদ বিএসএফের হাতে সোনু কুমার জেটপকে তুলে দেওয়া হয়।

[আরও পড়ুন: বিদেশযাত্রায় বাধা নেই, রুজিরাকে আটকানোয় সুপ্রিম কোর্টে ক্ষমা চাইল ইডি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ