Advertisement
Advertisement
C V Ananda Bose

‘মেয়াদ উত্তীর্ণ ওষুধকে ফের বিক্রির অসাধু চক্র চলছে’, রাজ্যপালের দাবি ঘিরে জোর বিতর্ক

রাজ্যপালের বিস্ফোরক দাবি নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর।

Syndicate of using expired medicine is powerful in WB, says Governor C V Ananda Bose । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 28, 2023 4:34 pm
  • Updated:July 28, 2023 4:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের সঙ্গে সংঘাতের আবহে ফের বিস্ফোরক রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাংলায় রমরমিয়ে অসাধু ওষুধচক্র কাজ করছে বলেই দাবি তাঁর। রাজ্যের সাংবিধানিক প্রধানের এই দাবি নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর। রাজ্য প্রশাসনকে দুষছেন বিরোধীরা।

শুক্রবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ওষুধের অসাধু চক্র নিয়ে বিস্ফোরক দাবি করেন রাজ্যপাল। তিনি বলেন, “রাজ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধের একটা চক্র চলছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধের উপর নতুন লেবেল লাগিয়ে বিক্রি চলছে। কোটি কোটি টাকার চক্র চলছে আপনার আশপাশে। ওএসডি’র মাধ্যমে ই-মেল মারফত একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ সত্যি হলে দোষীদের ফাঁসি দেওয়া উচিত।” তদন্তের আশ্বাসও দেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: মানিক-কুন্তলের সঙ্গে আর্থিক লেনেদেনের মধ্যস্থতাকারী ‘কালীঘাটের কাকু’ই! ৭৬০০ পাতার চার্জশিটে জানাল ED]

রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই দাবি নিয়ে শুরু তীব্র রাজনৈতিক চাপানউতোর। সিপিএম নেতৃত্বের দাবি, নৈরাজ্যের বাংলায় সবেতেই দুর্নীতি চলছে। তাই ওষুধের অসাধু চক্র নিয়ে আলাদা করে মাথাব্যথার কিছু নেই। বিজেপির গলাতেও প্রায় একই সুর। গেরুয়া শিবিরের মতে, “রাজ্যই চালাচ্ছে অসাধুরা। সেখানে সাধু চক্র চলবে তা আশা করাই ভুল।” তবে ঘাসফুল শিবির এই অসাধু চক্র নিয়ে রাজনৈতিক অভিযোগ-পালটা অভিযোগের বিপক্ষে। যদি সত্যি এই ধরনের চক্র বাংলায় থাকে, তবে প্রশাসনিক উদ্যোগে অভিযুক্তদের গ্রেপ্তার করা প্রয়োজন।

Advertisement

[আরও পড়ুন: বিদেশযাত্রায় বাধা নেই, রুজিরাকে আটকানোয় সুপ্রিম কোর্টে ক্ষমা চাইল ইডি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ