সুকুমার সরকার, ঢাকা: বিতর্ক যেন পিছু ছাড়ে না হিরো আলমের (Hero Alam)। টাকা ধার নেওয়ার পর তা শোধ দিতে পারেননি। তবে সেই টাকা পরিশোধের দাবি জানানোয় হাতাহাতির অভিযোগ উঠল হিরো আলমের বিরুদ্ধে। ঢাকার হাতিরঝিল থানায় ভিতরেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে অবশ্য মুচলেকা দেন। থানা থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে।
ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগেই। আকাশ নিবির নামে এক ব্যক্তির কাছ থেকে হিরো আলম ৫০ হাজার টাকা ধার নেন। তবে আকাশের দাবি, এক পয়সাও তাঁকে ফেরত দেননি হিরো আলম। টাকা ফেরত না পাওয়ায় বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন আকাশ। হাতিরঝিল থানায় অভিযোগ জানান।
ওই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার ঢাকার হাতিরঝিল থানায় হিরো আলমকে ডেকে পাঠানো হয়। সেই অনুযায়ী হিরো আলম থানায় যান। সেই সময় থানায় ছিলেন আকাশ নিবিরও। অভিযোগ আদৌ সত্যি কিনা, তা খতিয়ে দেখতে আকাশ এবং হিরো আলমকে মুখোমুখি বসিয়ে কথাবার্তা বলার পরিকল্পনা করেন পুলিশকর্মীরা। অভিযোগ, সেই সময়ই দু’জন হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
হিরো আলম যাওয়ার কথা চাউর হওয়ায় থানায় উপস্থিত ছিলেন বেশ কয়েকজন সংবাদমাধ্যম কর্মী। তাঁরাই হিরো আলম এবং আকাশকে প্রতিহত করেন। এ বিষয়ে হাতিরঝিল থানার উপ পরিদর্শক এনামুল হক বলেন, “তাঁদের দুজনের মধ্যে আর্থিক বিবাদ রয়েছে। সেটা মীমাংসা করতে থানায় ডাকা হয়েছিল। তারা থানায় এসে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।” এরপর যদিও মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর আলোচনা। অনেকেই বলছেন, জনপ্রিয়তা পাওয়ার পর থেকে উদ্ধত হয়ে গিয়েছেন হিরো আলম। সে কারণেই নাকি তিলকে তাল করছেন তিনি। যদিও হিরো আলমের অনুরাগীরা নিন্দুকদের কুকথায় কান দিতে নারাজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.