Advertisement
Advertisement

Breaking News

খালেদার পুত্রবধূকে আত্মসমর্পণের নির্দেশ আদালতের

বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ এই আদেশ দেয়।

Court ordered Khaleda Zia's daughter-in-law to surrender
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 12, 2017 2:39 pm
  • Updated:November 15, 2019 6:55 pm

সুকুমার সরকার, ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধু জোবায়দা রহমানকে ৮ সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এদিকে সম্পদের হিসাব না দেওয়ায় খালেদার পুত্র তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা। ২০১৪ সালের ৩০ জানুয়ারি ঢাকার রমনা থানায় ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে এই মামলা করে দুর্নীতি দমন কমিশন। সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিস জারি করার পর নির্দিষ্ট সময়ে কমিশনকে হিসাব না দেওয়ায় এ মামলা করা হয়।

জোবায়দা রহমান ২০০৮ সাল থেকে স্বামী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ব্রিটেনে রয়েছেন। জোবায়দার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সম্পদের তথ্যগোপন মামলা চলবে বলেও রায় দিয়েছে আদালত। বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ এই আদেশ দেয়। গত বছরের ২ নভেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চের একজন বিচারপতি এই মামলা শুনতে বিব্রতবোধ করে মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেন। আইন অনুসারে পরবর্তীতে তৃতীয় বেঞ্চ গঠন করে শুনানির জন্য পাঠান প্রধান বিচারপতি। আদালতে কমিশনের পক্ষে শুনানি করেন খুরশিদ আলম খান। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির। ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্যগোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় এ মামলা দায়ের করে কমিশন। মামলায় তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে দোষী সাব্যস্ত করা হয়। পরে একই বছরে জোবায়দা রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করে হাই কোর্ট। এর বিরুদ্ধে আপিল করা হলেও হাই কোর্টের আদেশ বহাল রাখে আপিল বিভাগ। কিন্তু এ মামলায় আসামিপক্ষ কমিশনকে পক্ষভুক্ত করেননি। ২০১৫ সালের ২ এপ্রিল কমিশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরি ও বিচারপতি জেবিএম হাসানের হাই কোর্ট বেঞ্চ কমিশনকে পক্ষভুক্ত করার আবেদন মঞ্জুর করেন।

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ