BREAKING NEWS

১৩ আশ্বিন  ১৪৩০  রবিবার ১ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

বাংলাদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা, নিহত অন্তত ১৫

Published by: Monishankar Choudhury |    Posted: June 7, 2023 1:55 pm|    Updated: June 7, 2023 1:55 pm

Major road accident in Bangladesh, at least 15 killed | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা। নিহত অন্তত ১৫। এই ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রশাসন সূত্রে খবর, দেশের পূর্বাঞ্চলীয় জেলা শহর সিলেটে ট্রাক ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। সিলেটের দক্ষিণ সুরমায় এই ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন অন্তত ১০ জন। আজ বুধবার ভোর ৫টা নাগাদ সিলেট-ঢাকা জাতীয় সড়কের দক্ষিণ সুরমার নাজির বাজারের কুতুবপুর এলাকায় একটি বালুবাহী ট্রাক ও শ্রমিক বহনকারী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে প্রাণ হারান আরও চারজন। এই কাণ্ডে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

[আরও পড়ুন: স্বজাতি কিশোরের হাতের কবজি কেটে পাঠিয়ে মুক্তিপণ দাবি রোহিঙ্গাদের]

এদিকে, দুর্ঘটনার পর নাজির বাজারের দু’দিকে সিলেট-ঢাকা জাতীয় সড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের তৎপরতায় তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ, দমকল বিভাগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, সিলেট মহানগর থেকে পিকআপে করে প্রায় ৩০ জন মহিলা-পুরুষ নির্মাণ শ্রমিক জেলার ওসমানিনগর উপজেলার গোয়ালাবাজার যাচ্ছিলেন।

এদিন, ভোরে দিকে দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকার কুতুবপুরে পৌঁছলে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার পুলিশ এবং সিলেট ও ওসমানিনগরের দমকল স্টেশনের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে ওসমানি হাসপাতালে পাঠায়। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

[আরও পড়ুন: ‘লালচোখে’ পরোয়া নেই, ভারতীয় সেনাতেই আস্থা বাংলাদেশের!]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে