Advertisement
Advertisement
গাজি নূর, ফিরদৌস, Gazi Abdun Noor

ফিরদৌসের পর নূর, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বাতিল বাংলাদেশি অভিনেতার ভিসা

ভিসা বাতিলের জেরে এরাজ্যে পাঠরত নূর সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা পরিবারের৷

MHA takes action against Bangladeshi actor Gazi Abdun Noor
Published by: Sayani Sen
  • Posted:April 18, 2019 4:53 pm
  • Updated:April 18, 2019 5:39 pm

সুকুমার সরকার, ঢাকা: রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের হয়ে প্রচার করেছিলেন বাংলাদেশি অভিনেতা ফিরদৌস আহমেদ৷ তার জেরে ইতিমধ্যেই ভিসা বাতিল করে দেওয়া হয়েছে তাঁর৷ নিজের দেশে ফিরে গিয়েছেন তিনি৷ সেই একই কাজ করেই বিতর্কে জড়িয়েছেন ধারাবাহিক ‘রানি রাসমণি’র স্বামী গাজি নূর৷ দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের হয়ে হুডখোলা জিপে চড়ে প্রচার করেছিলেন তিনি৷ এর বিরুদ্ধে ফিরদৌসের মতোই ব্যবস্থা নিল স্বরাষ্ট্রমন্ত্রক৷এবার বাতিল হল  গাজি নূরের ভিসাও৷ বাংলাদেশি অভিনেতা তথা নাটকের ছাত্রকে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে আসার জন্য নির্দেশও দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ এসবের জেরে বাংলাদেশের তাঁর পরিবার বেশ চিন্তিত৷ 

[ আরও পড়ুন: বিতর্কের জেরে বন্ধ টলিউডের দরজা, ঋতুপর্ণার বিপরীতে অনিশ্চিত ফিরদৌস!]

শাসক-বিরোধী তরজায় একেই বিপাকে পড়েছেন বাংলাদেশি অভিনেতা ফিরদৌস৷ এই অবস্থায় তাঁর পাশে নেই সে দেশের বিদেশমন্ত্রকও৷ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বাংলাদেশের বিদেশমন্ত্রী ডঃ একে আবদুল মোমেন বলেন, ‘‘নায়ক ফিরদৌস আহমেদ না জানিয়ে ভারতের নির্বাচনে অংশ নিয়ে ঠিক করেননি। তিনি একজন বিশিষ্ট ব্যক্তি৷ তবে এই ঘটনার জন্য তিনি দুঃখপ্রকাশ করেছেন। বিষয়টি তিনিও বুঝতে পেরেছেন৷’’ রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের হয়ে প্রচার করেছিলেন ফিরদৌস৷ তারই বিরোধিতা করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির৷ এছাড়াও বাংলাদেশি অভিনেতাকে নিয়ে সর্বত্রই চড়ছে উত্তেজনার পারদ৷ ভারতীয়দের আলোচনা-সমালোচনাকে মোটেও ভাল চোখে দেখছেন না বাংলাদেশের বিদেশমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘অভিনেতা ফিরদৌসকে নিয়ে ভারত যে প্রতিক্রিয়া দিয়েছে, তা অতিরিক্ত৷’’

Advertisement

[ আরও পড়ুন: ভোটপ্রচারে যোগ দিয়ে বিপাকে বাংলাদেশি অভিনেতা গাজি নূর, কমিশনে বিজেপি]

Ferdous-Ahmed

Advertisement

[ আরও পড়ুন: প্রচার ইস্যুতে ক্ষমাপ্রার্থী অনুতপ্ত ফিরদৌস, ঢাকায় চরম উৎকণ্ঠায় নূরের পরিবার]

বর্তমানে ‘দত্তা’ নামে একটি ছবির শুটিং করছেন ফিরদৌস৷ ইতিমধ্যেই ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে ছবির কিছুটা অংশ শুটিংও করেছেন তিনি৷ তাই গত ১২ এপ্রিল কলকাতায় এসেছিলেন ফিরদৌস৷ শুটিংয়ের ব্যস্ত শিডিউল সামলেই রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের হয়ে প্রচার করেন তিনি৷ তবে আপাতত রাজনৈতিক বিতর্কে নাম জড়িয়েছে ফিরদৌসের৷ তাই আবার কবে শুটিংয়ে যোগ দেবেন বা আদৌ যোগ দিতে পারবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে দোলাচল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ