Advertisement
Advertisement

Breaking News

Sheikh Hasina

মুসলিম দেশগুলোতে অভিন্ন মুদ্রা চালুর আহ্বান হাসিনার, সন্ত্রাস নির্মূলেও জোর

মাদকের কারবার রুখতে কঠিন আইনি ব্যবস্থার নির্দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর।

Sheikh Hasina called for common currency in Muslim countries
Published by: Kishore Ghosh
  • Posted:March 6, 2024 5:10 pm
  • Updated:March 6, 2024 5:10 pm

সুকুমার সরকার, ঢাকাঃ দেশে জঙ্গিবাদ, মাদকের কারবার এবং ‘কিশোর গ্যাং কালচারে’র বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। এইসঙ্গে মুসলিম দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়াতে ইউরোর ধাঁচে অভিন্ন মুদ্রা চালু করতে আহবান জানালেন। এছাড়াও ব়্যাবের (পিড অ্যাকশন ব্যাটালিয়ান) অনুষ্ঠানে আসন্ন পবিত্র রমজান ও ইদকে সামনে রেখে খাদ্য মজুদ ও জাল টাকার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করতে পরামর্শ দিলেন তিনি।

বুধবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) ফোর্সেসের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যাব সদর দপ্তর ঢাকার কুর্মিটোলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাসে সবচেয়ে বেশি প্রয়োজন হয় এমন পণ্য মজুদ করে রাখে। আরও বেশি লাভের আশায় দাম বাড়াতে অন্য অনৈতিক কৌশল প্রয়োগ করে। আপনাদের তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’ 

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: খেসারত দিতে হবে ৩ কোটি টাকা! পাকিস্তান থেকে সীমা হায়দরকে আইনি নোটিস প্রাক্তন স্বামীর]

হাসিনা আরও বলেন, রমজানকে বলা হয় সংযমের মাস। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী সংযমতার পরিবর্তে আরও লোভী হয়ে পড়ে। যে নিত্যপণ্যগুলো আমাদের বেশি প্রয়োজন সেইগুলোর মজুদদারি করে দাম বৃদ্ধিসহ নানা কারসাজি করে থাকে। এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, ‘ইদ সামনে আসলেই জাল মুদ্রার সরবরাহ বেড়ে যায়। সে সব বিষয়েও নজরদারি আরও বাড়াতে হবে। যদিও এসব বিষয়ে অভিযান চলছে। সেই অভিযান আপনারা অব্যাহত রাখবেন। এদিনের ভাষণে বলেন, দেশে আরকটি সমস্যা- কিশোর গ্যাং, কোভিড-১৯ মহামারির সময় এদের উত্থান ঘটেছে। যুব সমাজের মেধা ও কর্মশক্তি নষ্ট হচ্ছে। তারা বিপথে চলে যাচ্ছে। এটা রুখতে হবে।

 

[আরও পড়ুন: বাড়ল আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন, ফেসবুকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর]

এর পরেই অভিন্ন মুদ্রার কথা বলেন হাসিনা। তাঁর কথায়, মুসলিম দেশগুলো নিজেদের ব্যবসা-বাণিজ্য বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের (EEU) ইউরোর মতো অভিন্ন মুদ্রা চালু করতে পারলে খুব ভাল হবে। উল্লেখ্য, বিশ্বের আটটি সর্বাধিক জনবহুল মুসলিম দেশ নিয়ে ডি-৮ গঠিত। সদস্য দেশগুলোর জন্য প্রচুর সুযোগ রয়েছে উল্লেখ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নিজেদের মধ্যে বাণিজ্য উন্নত করতে পারলে অন্যের ওপর নির্ভরশীল হতে হবে না।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ