Advertisement
Advertisement
Hero Alam

হিরো আলমকে দেখেই ‘ছি ছি’ স্লোগান, বের করে দেওয়া হল বইমেলা থেকে

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন বহুল চর্চিত ইউটিউবার।

Slogans against Hero Alam at Bangladesh book fair, he forced to leave। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:February 22, 2024 3:25 pm
  • Updated:February 22, 2024 3:25 pm

সুকুমার সরকার, ঢাকা: নিজের লেখা বইয়ের প্রচারে গিয়ে বিপাকে পড়লেন বহুল আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। ‘ছি ছি’, ‘ভুয়ো ভুয়ো’ স্লোগান দিয়ে তাঁকে বইমেলা থেকে বের দেন সেখানকার লোকজন। সব কিছু দেখেও পুলিশ চুপচাপ ছিল বলে অভিযোগ করেন হিরো আলম।

বুধবার বিকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এই ঘটনা ঘটে। বইমেলায় নিজের লেখা ‘দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দেব’বইয়ের প্রচার করছিলেন হিরো আলম। হঠাৎ একদল যুবক তাঁকে উদ্দেশ্য করে ‘ভুয়ো ভুয়ো’, ‘ছি ছি’ স্লোগান দিতে শুরু করেন। অবস্থা বেগতিক বুঝে পুলিশকর্মীরা টিএসসি গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে চর্চিত ইউটিউবারকে বেরিয়ে যেতে সাহায্য করেন।

Advertisement

[আরও পড়ুন: ঢাকার শহিদ মিনারে মানুষের ঢল, মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী হাসিনার]

এই ঘটনার পর নিজের প্রতিক্রিয়া জানান হিরো আলম। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমার সঙ্গে কারও কোনও সমস্যা নেই। আমি একটা স্টলে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ কিছু ছেলে ভুয়ো ভুয়ো বলে চিৎকার শুরু করে। ওরা বইমেলার স্টলগুলোরই লোক। এরা চায় না বইমেলায় কোনও সেলিব্রিটি যাক। এরকম কাজ করে তারা বইমেলা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি করতে চায়। এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে।”

Advertisement

হিরো আলম আরও বলেন, “আমি সবার কাছে জানতে চাই, ভুয়ো শব্দের অর্থ কী? ভুয়ো বলার মতো আমি কী করেছি? ভুয়ো ভুয়ো স্লোগান যারা দিয়েছে, তারা কারা? আর এই ধরনের কর্মকাণ্ড দেখেও পুলিশ কেন নীরব থাকে?” এর পর গোটা ঘটনা নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে অভিযোগ জানান হিরো আলম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ