Advertisement
Advertisement

Breaking News

Baby Birth in Bangladesh

দুই বধূ একসঙ্গে চারটি করে জন্ম দিলেন ৮ সন্তানের, সদ্যোজাতদের দেখতে উপচে পড়া ভিড়

প্রতিটি শিশুই নির্ধারিত সময়ের আগে জন্মগ্রহণ করেছে।

Two women in Bangladesh gave birth to four children each | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 20, 2023 7:27 pm
  • Updated:January 20, 2023 7:27 pm

সুকুমার সরকার, ঢাকা: দুই মহিলার চারটি করে সন্তান। অর্থাৎ আট শিশুর জন্ম নিয়ে প্রবল উৎসাহ বাংলাদেশে (Bangladesh)। ঘটনাটি ঘটেছে জামালপুর জেলায়। সদ্যোজাতদের দেখতে হাসপাতালে ভিড় জমাচ্ছেন উৎসাহী মানুষজন।

জানা গিয়েছে, প্রথমে চার সন্তানের জন্ম দেন আতাউর হোসেন বাবুর স্ত্রী আঞ্জুয়ারা বেগম। বিয়ের সাত বছর পার হওয়ার পরও কোন সন্তানের মুখ দেখেননি দম্পত্তি। কিন্তু এখন একসঙ্গে চার সন্তান ঘরে আসায় আনন্দে আত্মহারা। বৃহস্পতিবার বিকেলে দিকে জামালপুর শহরের দেওয়ানপাড়ায় একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনে চার কন্যাসন্তান প্রসব করেন আঞ্জুয়ারা বেগম। গর্ভকালীন সময়ে পরীক্ষার মাধ্যমে তিনটি শিশুর কথা জানলেও চার কন্যাসন্তান পেয়ে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা।

Advertisement

আঞ্জুয়ারা বেগমের ননদ ছানোয়ারা বেগম বলেন, “আমরা আগে আল্ট্রাসনোগ্রাম করেছিলাম। তখন তিন শিশুর কথা জানতে পারি। গর্ভে শিশুদের নড়াচড়া বন্ধ হয়ে যাওয়ায় ক্লিনিকে ভরতি করি। এরপর ডাক্তার সিজারের সিদ্ধান্ত নেন। সিজারের পর আমরা দেখি চার কন্যাসন্তান। আমরা এখন অনেক খুশি। অপারেশনের পরই নবজাতকদের পাঠানো হয় জামালপুর জেনারেল হাসপাতালে। সেখানে তাদের বিশেষায়িত সেবাকেন্দ্রে রাখেন চিকিৎসক।

Advertisement

[আরও পড়ুন: ১৮ তম স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রাক্তন স্ত্রীকে হত্যা! বাংলাদেশের ঘটনায় মৃত্যুদণ্ড স্বামীর ]

এদিকে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ জামালপুর জেনারেল হাসপাতালে আরও চারটি শিশুর জন্ম দিয়েছে দুলেনা নামে এক গৃহবধূ। তবে তাঁর তিনটি কন্যসন্তান বেঁচে থাকলেও একটি পুত্রসন্তানের মৃত্যু হয়েছে। দুলেনা এর আগে পাঁচটি সন্তানের জন্ম দিয়েছেন। আট সন্তানকে নিয়েই খুশি থাকতে চান তাঁর স্বামী সাজু মিঞাঁ।

জামালপুর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক প্রসন দেবনাথ বলেন, “হাসপাতালে থাকা প্রতিটি শিশুই নির্ধারিত সময়ের আগে জন্মগ্রহণ করেছে। প্রত্যেকের ওজন স্বাভাবিকের চেয়ে কম। সাধারণত যেসব শিশুর ওজন একটু কম তাদের কিছুটা ঝুঁকি থাকেই। আমরা আমাদের সাধ্যমতো এসব শিশুদের সেবা দিয়ে যাচ্ছি।”

[আরও পড়ুন: পাঁচ বছরে শতাধিক হত্যা, বাংলাদেশে বিষফোঁড়া হয়ে দাঁড়াচ্ছে রোহিঙ্গারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ