Advertisement
Advertisement

Breaking News

COVID-19

নিম্নমুখী কোভিড গ্রাফ, ২৪ ঘণ্টায় বাংলায় সংক্রমিত ১৩৩ জন

২৪ ঘণ্টায় বাংলায় সুস্থতার হার ৯৭. ৫৬ শতাংশ।

133 more people tested COVID-19 positive in West Bengal | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:February 17, 2021 8:18 pm
  • Updated:May 30, 2023 5:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিম্নমুখী রাজ্যের কোভিড (COVID) গ্রাফ। গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩৩ জন। যা গতকালের তুলনায় বেশ খানিকটা কম। একদিনে করোনার বলি হয়েছেন ২ জন। করোনাকে পরাস্ত করে হাসিমুখে ঘরে ফিরেছেন ২৫৯ জন। যা স্বাভাবিকভাবেই আশার আলো দেখাচ্ছে আমজনতা। 

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যের নতুন আক্রান্তদের মধ্যে ৪৪ জন কলকাতার। অর্থাৎ সংক্রমণের নিরিখে ফের শীর্ষে তিলোত্তমা। দ্বিতীয়ে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানকার  ৩৫ জনের শরীরে মিলেছে করোনার (Coronavirus) জীবাণু। তৃতীয় স্থানে  হাওড়া। সেখানে নতুন করে আক্রান্ত ১২ জন। দৈনিক সংক্রমণের নিরিখে চতুর্থ স্থানে উঠে এসেছে পশ্চিম বর্ধমান। একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ৮ জন। এছাড়াও অন্যান্য জেলা থেকেও সংক্রমিতের হদিশ মিলেছে, ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫, ৭৩, ০১২। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে বাংলার ২ জনের।  তাঁদের মধ্যে একজন কলকাতার ও  একজন  উত্তর ২৪ পরগনার।  ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০, ২৩৭। একদিনে করোনাকে জয় করেছেন বাংলার ২৫৯ জন। তাঁদের মধ্যে ৫৫ জন উত্তর ২৪ পরগনার। ৫২ জন কলকাতার। অর্থাৎ সুস্থতার নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। এখনও পর্যন্ত বাংলায় মোট করোনা জয়ীর সংখ্যা ৫, ৫৯, ০৩৯। 

Advertisement

[আরও পড়ুন: দলবিরোধী কাজের ‘শাস্তি’, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতিকে বহিষ্কার করল তৃণমূল]

করোনার টিকাকরণ শুরু হয়েছে। তবে এখনও সকলে তা পাচ্ছেন না। সেই কারণে নিয়মিত টেস্ট চলছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে বাংলার ১৪, ০৩১ জনের। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৩, ৪৯, ২৮১ জনের। বর্তমানে বাংলায় মোট সেফ হোমের সংখ্যা ২০০। সেখানে রয়েছেন মোট ৪ জন। 

Advertisement

[আরও পড়ুন: দলবিরোধী কাজের ‘শাস্তি’, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতিকে বহিষ্কার করল তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ