প্রতীকী ছবি
সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বজবজে নির্মীয়মাণ গোডাউনকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার আরও ২। ধৃতদের আলিপুর আদালতে পেশ করে ১০দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতরা উত্তর রায়পুর পঞ্চায়েতে স্থানীয় তৃণমূল নেতা ‘হিরো’র অনুগামী বলে পরিচিত। এই নিয়ে বোমাবাজির ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ১০।
বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড এবং এক নম্বর ব্লকের উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থলে একটি গোডাউন তৈরি হচ্ছে। সেই নির্মীণমায় গোডাউনের জন্য ইমারতি দ্রব্য কোন পক্ষ সরবরাহ করবে তা নিয়ে বুধবার দুপক্ষের মধ্যে ঝামেলা বাধে। সেই বচসা হাতহাতি থেকে শুরু করে বোমাবাজিতেও থামেনি, গুলি চলে বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বজবজ এবং মহেশতলা থানার বিশাল পুলিশ বাহিনী।
এই ঘটনায় দুই পক্ষের মোট ৪৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। বুধবারের ঘটনার পর বৃহস্পতিবার ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিরা পলাতক ছিল। রবিবার আরও ২ অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.