Advertisement
Advertisement
Coronavirus

Coronavirus Update: পুজো মিটতেই ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ, পজিটিভিটি রেট ছাড়াল ৪ শতাংশ

উৎসব মিটতেই করোনার ঊর্ধ্বমুখী হার চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের।

243 New Coronavirus case recorded in West Bengal | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 8, 2022 8:17 pm
  • Updated:October 8, 2022 9:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালির সবচেয়ে বড় উৎসব মিটতেই চড়চড়িয়ে বাড়ছে রাজ্যের দৈনিক কোভিডগ্রাফ (COVID-19)। ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেটও। ৪ শতাংশ ছাড়িয়ে গিয়েছে সংক্রমণের হার। উৎসব মিটতেই করোনার এই ঊর্ধ্বমুখী হার চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২৪৩ জন। যা শুক্রবারের থেকে অনেকটাই বেশি। বর্তমানে পজিটিভ কেস বা সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ ১৫ হাজার ৬৮৮ জন। একজনের প্রাণহানি হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৫১৪ জন। মৃত্যুহার ১.০২ শতাংশ। উৎসবের মরশুমে আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উদ্বেগও।

Advertisement

[আরও পড়ুন: ঢাক বাজিয়ে, সাঁওতালি সুরের ছন্দে পা মিলিয়ে পুজো কার্নিভাল জমিয়ে দিলেন মুখ্যমন্ত্রী]

তবে স্বস্তি জোগাচ্ছে সুস্থতা। গত ২৪ ঘণ্টায় করোনাজয়ীর সংখ্যা কিছুটা বেড়েছে। এদিন মারণ ভাইরাসকে হারিয়েছেন ৩০৫ জন। তার ফলে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৯২ হাজার ২১১ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৮৯ শতাংশ।

Advertisement

২০২০ সালের প্রায় শুরু থেকে দেশজুড়ে দাপট দেখাতে শুরু করে করোনা ভাইরাস। সেই সময় থেকে সামান্য উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষার পরামর্শই দেন বিশেষজ্ঞরা। বর্তমানে আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে ভাইরাসের দাপট। তার ফলে মাঝে টেস্টের ক্ষেত্রে আমজনতার মধ্যে সামান্য উদাসীনতা দেখা দিয়েছিল। তবে বর্তমানে ফের বাড়ছে টেস্টিং।

শনিবার ৫ হাজার ৯১৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৬৫ লক্ষ ৫০ হাজার ৬৯১টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ৪.১১ শতাংশ। উৎসবের মরশুমেও টিকাকরণে কোনও উদাসীনতা লক্ষ্য করা যায়নি। এদিন ২ হাজার ৬১৯ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: রাখে হরি মারে কে! মাঝগঙ্গায় ৫ দিন ভেসেও জীবিত অবস্থায় উদ্ধার একরত্তি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ