Advertisement
Advertisement

Breaking News

COVID-19

রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ২৭৬ জন, ২৪ ঘণ্টায় মৃত্যুশূন্য কলকাতা

বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৩ হাজার ১৩৯।

276 people tested COVID-19 positive in last 24 hrs in West Bengal | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:March 13, 2021 8:07 pm
  • Updated:March 13, 2021 8:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী আবহে প্রতিদিনই মিটিং-মিছিল জনসভায় ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। তার মধ্যে করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখা রীতিমতো চ্যালেঞ্জিং বিষয়। তবে রাজ্যের স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে গত দু’দিনে রাজ্যের (West Bengal) করোনা গ্রাফের খুব একাট হের-ফের হয়নি। সুস্থতার হারও একইরকম রয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় কেউ প্রাণ না হারালেও অবশ্য মারণ ভাইরাসের কবলে পড়েছেন প্রায় ১০০ মানুষ।

শনিবার স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার (Corona virus) কবলে পড়েছেন ২৭৬ জন। যার মধ্যে শহর কলকাতায় একদিকে আক্রান্ত ৯৪ জন। প্রত্যাশিতভাবেই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ৭৭ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৫ লক্ষ ৭৮ হাজার ৬৪ জন। একদিনে কমেনি অ্যাকটিভ কেসও। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৩ হাজার ১৩৯। তবে এই ভাইরাস এখনও কেড়ে চলেছে মানুষের প্রাণ। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনার বলি ১জন। মৃত উত্তর ২৪ পরগনার। অন্যান্য জেলায় এদিন করোনায় কারও প্রাণ যায়নি। এখনও পর্যন্ত রাজ্যে কোভিড-১৯-এ প্রাণ হারিয়েছেন ১০ হাজার ২৮৮ জন। 

Advertisement

[আরও পড়ুন: দেওয়াল লিখন থেকে ভোটের প্রচার, পুরুলিয়ায় তৃণমূল–বিজেপির হাতিয়ার ‘ফুলমনির মাই’]

তবে করোনা ভাইরাস সঙ্গে লড়াইয়ে ভরসা জোগাচ্ছেন কোভিডজয়ীরাই। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ২৬৯ জন। এ নিয়ে রাজ্যে মোট ৫ লক্ষ ৬৪ হাজার ৬৩৭ জন করোনাজয়ী। সুস্থতার হার ৯৭.৬৮ শতাংশ। টিকাকরণের পাশাপাশি সমান তালে চলছে টেস্টিংও। এখনও পর্যন্ত মোট ৮৮ লক্ষ ৫ হাজার ৭৯৬টি নমুনা পরীক্ষা হয়েছে রাজ্যে। যার মধ্যে ২৪ ঘণ্টায় করোনা টেস্ট হয়েছে ১৭ হাজার ৮৩৫ জনের। 

Advertisement

গত কয়েকদিন ধরে দেশজুড়ে উদ্বেগজনক ভাবে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। মহারাষ্ট্রে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কলকাতা মেট্রোয় টোকেন চালু হওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও ভিনরাজ্যের এমন পরিস্থিতিতে তা আপাতত চালু হচ্ছে না। অর্থাৎ এখনও অতিমারী থেকে সতর্ক থাকারই নির্দেশ দেও হচ্ছে। সংক্রমণ ঠেকাতে এখনও মাস্ক পরা কিংবা স্যানিটাইজার ব্যবহারের মতো অভ্যাসগুলি চালু রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

[আরও পড়ুন: ‘বিজেপিকে একটিও ভোট নয়’, প্ল্যাকার্ড হাতে বিয়ের আসরে নবদম্পতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ