Advertisement
Advertisement

Breaking News

যাদবপুর, কলকাতার পর এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, র‍্যাগিংয়ে অভিযুক্ত ৩ পড়ুয়া

অভিযুক্তদের অভিভাবকদের ডেকে পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ে।

3 students of Viswa Bharati University allegedly ragged others | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:August 22, 2023 12:28 pm
  • Updated:August 22, 2023 12:28 pm

দেব গোস্বামী, বোলপুর: যাদবপুর, কলকাতার পর এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগ উঠল। এক পড়ুয়াকে হেনস্তা করার অভিযোগে বিদ্ধ ৩ পড়ুয়া। অভিযোগ পেয়েই তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। রাতেই হস্টেল থেকে তিনজনকে বের করে পূর্বপল্লির গেস্ট হাউসে রাখা হয়েছে। আজ অর্থাৎ মঙ্গলবার তাঁদের অভিভাবকদের ডেকে পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ে।

জানা গিয়েছে, বিশ্বভারতীর নিচু বাংলো এলাকায় হস্টেলে থাকতেন ভাষা ভবনের ইউরোপিয়ান স্টাডিজ বিভাগের তিন ছাত্র-শুভজ্যোতি সরকার,অঙ্কিত কুমার ও মনীশ কুমার। তাঁদের বিরুদ্ধেই হস্টেলে থাকা অন্য এক ছাত্রকে র‍্যাগিং করার অভিযোগ উঠেছে। বিশ্বভারতীর কাছে কিছু অভিভাবক এই অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগ জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসির কাছেও।

Advertisement

[আরও পড়ুন: ‘পালিয়ে যাইনি, ট্রেকিংয়ে ছিলাম’, যাদবপুর কাণ্ডে অন্যতম সন্দেহভাজন অরিত্রর আত্মপ্রকাশ!]

সোমবার রাতে হস্টেলে পৌঁছন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী-সহ নিরাপত্তা কর্মীরা। অভিযুক্ত দুই ছাত্রকে নিয়ে আসা হয়েছে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিস কক্ষে। হস্টেল থেকে তাদের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রও সেখানে নিয়ে আসা হয়েছে। কর্তৃপক্ষের তরফ থেকে অভিযুক্ত এই তিন ছাত্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানা গিয়েছে।

Advertisement

অন্যদিকে এই ঘটনার পরেই বিশ্বভারতীর নানা হস্টেলও পরিদর্শন করা হয়। কোথাও কোনও র‍্যাগিংয়ের ঘটনা ঘটছে কি না সেগুলোও খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শান্তিনিকেতন থানায় এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। এই ঘটনা প্রসঙ্গে কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

[আরও পড়ুন: মুখপত্রে দল থেকে বহিষ্কৃত নেতার নামে বিজ্ঞাপন, বিতর্ক সিপিএমের অন্দরে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ