Advertisement
Advertisement
Bus

কলকাতা থেকে ওড়িশাগামী বাসে আগুন, প্রাণ বাঁচাতে জানালা দিয়ে লাফ যাত্রীদের, মৃত ১

আহত অন্তত ৩০।

30 injured, 1 dead as Kolkata to Odishabus catches fire | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:November 11, 2023 8:11 am
  • Updated:November 11, 2023 8:29 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাউদাউ করে জ্বলে উঠল কলকাতা থেকে ওড়িশাগামী বাস। প্রাণ বাঁচাতে জানালা থেকে লাফিয়ে পড়েন যাত্রীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর থানার মাদপুরের কাছে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক যাত্রীর বলে খবর। আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী। 

জানা গিয়েছে, শুক্রবার জাতীয় সড়কের উপরে দাউদাউ করে জ্বলে উঠে যাত্রিবাহী বাসটি।  খবর পেয়ে ঘটনাস্থলের পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। আগুন নেভাতে এগিয়ে আসেন  স্থানীয় বাসিন্দারা। প্রাণ বাঁচাতে জানালা দিয়ে লাফিয়ে পড়েন বেশ কয়েকজন যাত্রী। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক যাত্রীর বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া । তিনি বলেন, “এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। কলকাতা থেকে ওড়িশাগামী একটি বাসে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক যাত্রী। বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্য যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।”

Advertisement

[আরও পড়ুন: নজরে লোকসভা ভোট, ডায়মন্ড হারবারের ৭০ হাজার বৃদ্ধাকে ভাতা দেওয়ার ঘোষণা অভিষেকের]

এদিকে, কীভাবে বাসে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ইঞ্জিনে গোলযোগের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তের পর অনুমান করছে দমকল। এই ঘটনায় স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি তৃষিত মাইতি বলেন, “রাত সাড়ে ৯টা নাগাদ আমরা খবরটা পাই। সঙ্গে সঙ্গে ছুটে আসি আমরা। দাউদাউ করে বাসটি জ্বলছিল।” পথচারী ও এলাকার বাসিন্দারা জানাচ্ছেন আগুন লাগার পরই বাসটির ড্রাইভার ও খালাসি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাসটি  দোতলা। কিছু যাত্রী জানলা ভেঙে ঝাঁপ দিয়ে বাইরে বেরোন। তাঁদের মধ্যে অনেকে নয়ানজুলিতে পড়ে যান।

Advertisement

[আরও পড়ুন: সিভিক ভলান্টিয়ারকে ‘মার’! গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর-সহ ৫]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ