Advertisement
Advertisement

‘গোলি মারো’ স্লোগান তুলে গ্রেপ্তার বিজেপির মণ্ডল সভাপতি, জারি ধরপাকড়

বিতর্কিত এই স্লোগান তোলায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে হল ৪।

A bjp leader arrested for chant Goli maro on sunday
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 3, 2020 9:33 am
  • Updated:March 3, 2020 9:37 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মতলায় ‘গোলি মারো’ স্লোগান তোলায় গ্রেপ্তার আরও ১। সোমবার গভীর রাতে বাড়ি থেকেই পানিহাটি উত্তর মণ্ডলের বিজেপি সভাপতি সুজিত বড়ুয়াকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ, অমিত শাহের সভায় যাওয়ার পথে মিছিলের সামনে থেকে বিতর্কিত স্লোগান তুলেছিলেন ধৃত বিজেপি নেতা।

সিএএ নিয়ে প্রচার করতে রবিবার শহরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন কলকাতার শহিদ মিনারে সভা করেন তিনি। স্বাভাবিকভাবেই সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের বিজেপি কর্মীরা সভাস্থলে জমায়েত শুরু করে। বেলা গড়াতেই একে একে সমস্ত মিছিল গিয়ে মিশে যায় শাহর সভাস্থলে। অভিযোগ, বিজেপি কর্মীরা সভায় যাওয়ার পথেই কলকাতার রাজপথ মুখরিত হয় ওঠে বিতর্কিত ‘গোলি মারো’ স্লোগানে। এমনকী পুলিশের সামনেই এই বিতর্কিত স্লোগান দিতে দিতে শহিদ মিনারের সভাস্থলে ঢুকছিলেন গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা।

Advertisement

[আরও পড়ুন: বিজেপির সঙ্গে বাম-কংগ্রেসের সেটিং! মমতার কটাক্ষের কড়া জবাব দিলেন সেলিম]

বিতর্কিত এই স্লোগান নিয়ে সমালোচনার ঝড় উঠতেই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ। রবিবার রাতেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। এদিনই বিতর্কিত স্লোগান দেওয়ায় ৩ বিজেপি কর্মী সুরেন্দ্র কুমার তিওয়ারি, ধ্রুব বসু ও পঙ্কজ প্রসাদকে গ্রেপ্তার করে নিউ মার্কেট থানা। তাদের বিরুদ্ধে ১৫৩এ/৫০৫/৫০৬/৩৪ ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। এক তৃণমূল নেতাও মামলা করেন ধৃতদের বিরুদ্ধে। ৩ অভিযুক্তকে গ্রেপ্তারির পর ফের সিসিটিভি ফুটেজ দেখে সুজিত বড়ুয়াকে শনাক্ত করেন তদন্তকারীরা। এরপরই গ্রেপ্তারি।

Advertisement

[আরও পড়ুন: বাজি মমতার ভাবমূর্তি, একুশের আগে বড়সড় ঝুঁকি নিলেন প্রশান্ত কিশোর!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ