Advertisement
Advertisement
A businessman allegedly killed in Murshidabad

স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, রাগের বশে মুর্শিদাবাদে ব্যবসায়ীকে খুন স্বামীর

ভরতপুর থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

A businessman allegedly killed in Murshidabad । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 8, 2022 11:36 am
  • Updated:October 8, 2022 11:39 am

চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: অন্যের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরেই বিবাহ বহির্ভূত সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন এক ব্যবসায়ী। তার প্রতিবাদও করেছিলেন ওই মহিলার স্বামী। তবে তাতে কান দেননি দু’জনের কেউই। সম্পর্কের টানাপোড়েনের জেরে মুর্শিদাবাদে খুন ব্যবসায়ী। এই ঘটনায় আরেক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত বছর সাতচল্লিশের কাজল দত্ত, মুর্শিদাবাদের ভরতপুর থানার সুন্দিপুর গ্রামের বাসিন্দা। ওই এলাকায় দীর্ঘদিন ধরে সার বিক্রি করেন। এলাকায় সারের দোকানও রয়েছে তাঁর। অন্যান্য দিনের মতো শনিবারও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ব্যবসায়ী। সঙ্গে ছিলেন তাঁর বেশ কয়েকজন বন্ধুবান্ধব। অভিযোগ, সেই সময় মুখোশ পরা দু’জন দুষ্কৃতী ঘটনাস্থলে পৌঁছয়। গলার নলি কেটে ওই ব্যবসায়ীকে খুন করা হয় বলেও অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: প্রেমিকার মায়ের সঙ্গেও সম্পর্ক ছিল অয়নের, হরিদেবপুরে যুবক খুনে চাঞ্চল্যকর তথ্য]

এরপর খুনের কথা জানাজানি হয়। স্থানীয়রাই পুলিশে খবর দেয়। খবর পাওয়ামাত্রই ভরতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ব্যবসায়ীর গলার নলি কাটা দেহ উদ্ধার করা হয়। দেহ পাঠানো হয় ময়নাতদন্তে। খুনের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, ধৃত ব্যক্তি মিষ্টির দোকানের মালিক। কাজল দত্তের দোকানের পাশে তাঁর মিষ্টির দোকান। ওই ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল কাজলের। তা নিয়ে বারবার আপত্তি জানিয়েছেন কাজল। তবে আপত্তি সত্ত্বেও সম্পর্ক ছিল। সেই প্রতিহিংসা সার ব্যবসায়ী কাজলকে খুন করে সে।

Advertisement

পুলিশ নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছে। মিষ্টির দোকানের মালিকের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তাদের জেরা করে এই ঘটনা সম্পর্কে আরও তথ্যের খোঁজ পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে। খুনের ঘটনায় আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখছে ভরতপুর থানার পুলিশ।

[আরও পড়ুন: মহারাষ্ট্রে বাস-ট্রাক ভয়াবহ সংঘর্ষ, জীবন্ত দগ্ধ হয়ে মৃত অন্তত ১১]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ