Advertisement
Advertisement

Breaking News

সারমেয়

সারমেয়র মাথায় সজোরে বাঁশের আঘাত, হত্যার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার যুবক

আপাতত স্থানীয়দের তত্বাবধানে যত্নে রয়েছে সারমেয়টি।

A dog beaten up by a youth in Bangaon, accused arrested
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 29, 2019 9:12 pm
  • Updated:June 29, 2019 9:15 pm

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: এনআরএস কাণ্ডের মতোই দুর্ঘটনা ঘটে যেত বনগাঁয়। সারমেয়কে পিটিয়ে হত্যার চেষ্টা করছে, এই অভিযোগ পেয়েই এক যুবককে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর সুভাষপল্লি এলাকায়। প্রাথমিক চিকিৎসার পর আপাতত স্থানীয়দের তত্বাবধানে রয়েছে সারমেয়টি।

[আরও পড়ুন: স্থানীয় প্রার্থী চেয়ে পোস্টার করিমপুরে, উপনির্বাচন ঘিরে এখনই শোরগোল]

Advertisement
সারমেয় নিধনকে কেন্দ্র করে চলতি বছরের শুরুতেই উত্তাল হয়ে উঠেছিল শহর কলকাতা। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর থেকে উদ্ধার হয়েছিল ১৬ টি কুকুরছানার বস্তাবন্দি দেহ। বস্তা খুলতেই দেখা যায়, কোনও কুকুরছানার মাথা থেঁতলে দেওয়া হয়েছে, কারও দু’পা মাথার কাছে কুঁকড়ে গিয়েছে বেধড়ক মারের ফলে। এই ঘটনা সামনে আসার পরই নিন্দায় সরব হন শহরবাসী। কুকুরছানাদের নৃশংসভাবে হত্যা করার অভিযোগ তুলে সরব হন পশুপ্রেমীরাও। ঘটনায় জড়িত সন্দেহে কলেজের দুই নার্সিং-এর ছাত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সারমেয় হত্যার ঘটনা প্রকাশ্যে এসেছে।
এবার কুকুরকে হত্যার চেষ্টার অভিযোগ উঠল বনগাঁর এক যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে বনগাঁর সুভাষপল্লির বাসিন্দা সুব্রত বিশ্বাসের বাড়িতে ঘুমোচ্ছিল ওই কুকুরটি। দেখতে পেয়ে হঠাৎই সুব্রত বাঁশ দিয়ে সারমেয়টিকে আঘাত করেন। গুরুতর জখম হয় ওই সারমেয়টি। বিষয়টি নজরে পড়তেই স্থানীয়রা সারমেয়টিকে উদ্ধার করে বনগাঁ পশু চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। এরপর স্থানীয়রাই অভিযুক্তের বিরুদ্ধে বনগাঁ থানার দ্বারস্থ হন। শুক্রবার রাতে সুভাষপল্লি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। জানা গিয়েছে, এর আগেও কুকুর নিধনের ঘটনায় নাম জড়িয়েছিল অভিযুক্তের। ফের একই ঘটনার পুনরাবৃত্তিতে যুবকের প্রতি ক্ষুব্ধ স্থানীয়রা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। যদিও স্থানীয়দের অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন অভিযুক্ত। বর্তমানে স্থানীয়দের তত্বাবধানে যত্নেই রয়েছে আক্রান্ত সারমেয়টি। 

[আরও পড়ুন: অর্থ উপার্জনের লক্ষ্যে রূপবদল, মারধর করে পুলিশের জালে বৃহন্নলাবেশী সমকামী পুরুষ]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ