Advertisement
Advertisement

Breaking News

ডেঙ্গুর পর স্ক্রাব টাইফাস আতঙ্ক, কলকাতার হাসপাতালে মৃত্যু মুর্শিদাবাদের যুবকের

কয়েকদিনের মধ্যে এই নিয়ে রাজ্যে স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হল।

A man of Murshidabad dies of scrub typhus in Kolkata
Published by: Bishakha Pal
  • Posted:November 23, 2019 8:59 am
  • Updated:November 23, 2019 12:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে ডেঙ্গুর থাবা থেকে বাঁচতে মরিয়া চেষ্টা চালাচ্ছে রাজ্যবাসী, তখন গোদের উপর বিষফোড়ার মতো এসে হাজির হল স্ক্রাব টাইফাস। এর প্রকোপে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এক যুবকের। নাম তরুণ সরকার। মুর্শিদাবাদ জেলার বাসিন্দা তিনি।

মৃতের পরিবার সূত্রে খবর, প্রায় ৭ দিন আগে প্রবল জ্বর হয় তরুণের। চিকিৎসকের পরামর্শে তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি হন। কিন্তু পরিস্থিতি উন্নতির পরিবর্তে ক্রমশ অবনতিই হতে থাকে। ফলে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হল না। শুক্রবার হাসপাতালেই মৃত্যু হয় মুর্শিদাবাদের ওই যুবকের। হাসপাতাল সূত্রে খবর, একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণেই মৃত্যু হয় তাঁর। গত কয়েকদিনের মধ্যে এই নিয়ে রাজ্যে স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হল।

Advertisement

[ আরও পড়ুন: ডিভিসির প্রস্তাবিত জমির দরে তীব্র আপত্তি চাষিদের, স্থির হল না পুনর্বাসন প্যাকেজ ]

ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ নয় এই স্ক্রাব টাইফাস। এক পোকার কামড়ে এই রোগ ছড়ায়। প্রথমে আক্রান্তের প্রবল জ্বর হয়। তারপর গায়ে ব়্যাশ দেখা দেয়। প্রাথমিকভাবে এর লক্ষ্ণণ অনেকটা ডেঙ্গির মতোই। তাই ডেঙ্গি ভেবে স্ক্রাব টাইফাসের চিকিৎসা শুরু করতে দেরি হয়ে যায় অনেক সময়। চিকিৎসা শুরু করতে বেশি দেরি হলে মাল্টি অরগ্যান ফেলিওর হয়ে রোগীর মৃত্যু হতে পারে। মুর্শিদাবাদের তরুণ সরকারের ক্ষেত্রে সেটিই হয়েছে। তবে সময়মতো ধরা পড়লে স্ক্রাব টাইফাসের চিকিৎসা আছে।

Advertisement

কিন্তু ডেঙ্গুর মতো এবার ভোল পালটাচ্ছে স্ক্রাব টাইফাসও। আগে গ্রামের দিকে এই রোগের প্রকোপ ছিল বেশি। এই রোগের বাহক যে পোকা, সেটি সাধারণত ঝোপঝাড়েই দেখা যায়। ফলে শহরে এই রোগের প্রকোপ ছিল কিছুটা কম। কিন্তু এবার খাস শরাঞ্চলের মানুষও আক্রান্ত হচ্ছেন স্ক্রাব টাইফাসে।

এই রোগ নিয়ে ইতিমধ্যেই সচেতনতা অভিযান শুরু হয়েছে। এতদিন পর্যন্ত সরকারি ক্ষেত্রে শুধু স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনেই স্ক্রাব টাইফাসের পরীক্ষা করা সম্ভব হত। কিন্তু এবার এসএসকেএম, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-সহ আরও ১২টি স্বাস্থ্যকেন্দ্রে স্ক্রাব টাইফাসের পরীক্ষা করা যাবে বলে জানা গিয়েছে।

[ আরও পড়ুন: রাম-সীতা বনবাসকালে অযোধ্যা পাহাড়ে ছিলেন! বিতর্কিত দাবি পুরুলিয়ার সাংসদের ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ