Advertisement
Advertisement
অনাস্থা ভোট

বনগাঁয় অনাস্থা ভোট সংক্রান্ত বৈঠক, ক্ষমতা ধরে রাখার বিষয়ে আশাবাদী তৃণমূল

ভিডিওতে শুনুন তৃণমূল ও বিজেপি কাউন্সিলরের বক্তব্য।

A meeting will held in DM office for Bongaon municipality floor test
Published by: Soumya Mukherjee
  • Posted:September 3, 2019 4:11 pm
  • Updated:September 3, 2019 6:23 pm

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: বনগাঁ পুরসভায় অনাস্থা ভোটে নিয়ে মামলার জেরে আগের ভোট প্রক্রিয়া বাতিল করে দেয় কলকাতা হাই কোর্ট। গত ২৬ আগস্ট এই নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। পাশাপাশি ১২ দিনের মধ্যে পুনরায় অনাস্থা ভোটের প্রক্রিয়া শেষ করার কথাও বলেন। পুরসভার কাউন্সিলরদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেন প্রশাসনকে। অনাস্থা ভোট সংক্রান্ত সমস্ত কাজ জেলাশাসকের অফিসে করতে বলেন।

[আরও পড়ুন: ‘মাকে ফোন করে পা ভাঙার হুমকি খেয়েছি’, বিস্ফোরক রানুর মেয়ে সাথী]

উচ্চ আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে গত ৩০ তারিখ জেলাশাসকের অফিস থেকে অনাস্থা ভোটের চিঠি এসে পৌঁছয় বনগাঁ পুরসভায়। সেই চিঠিতে নতুন করে অনাস্থা ভোটের সময় ও স্থানের বিষয়ে পাঁচ তারিখ একটি মিটিং করার কথাও উল্লেখ করা হয়েছে। এদিকে ইতিমধ্যেই বেশ কয়েকজন কাউন্সিলর বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরে গিয়েছেন। এই অবস্থায় আদালত আস্থা ভোটের নির্দেশ দেওয়ায় বনগাঁ পুরসভায় জয়ের বিষয়ে আশাবাদী তৃণমূল কংগ্রেস।

Advertisement

এপ্রসঙ্গে ৩ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর দীপালি বিশ্বাস বলেন, ‘আমাদের পৌরপ্রধান শংকর আঢ্য যেভাবে বনগাঁর উন্নয়ন করেছেন। তাতে আমার আশা রাখছি উনিও আবার পৌরপ্রধান হবেন। আমরা তাঁকে আস্থাভোটে জয়ী করব। আগে সংখ্যাতত্ত্বের হিসেবে পিছিয়ে থাকলেও বর্তমানে পাঁচজন কাউন্সিলর ফিরে এসেছেন। ফলে আবার আমাদের সংখ্যা ১৪ জন হয়ে গিয়েছে। তাই ফের ক্ষমতা ফেরা নিয়ে কোনও সংশয় নেই।’

Advertisement

[আরও পড়ুন: স্ত্রীকে বাঁচিয়ে ঢেউয়ের ধাক্কায় মৃত্যু স্বামীর, দিঘার সমুদ্রে মর্মান্তিক দুর্ঘটনা]

৪ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সুমঞ্জনা মূখোপাধ্যায় বলেন, ‘কী হয়েছে মানুষ সব জানেন। আদালতের নির্দেশের পর প্রশাসন আমাদের পাঁচ তারিখে অনাস্থা ভোটের মিটিং হবে বলে চিঠি পাঠিয়েছে। এখনও দেখা যাক ভোটের দিন কী হয়। প্রশাসন কী করে?’

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৬ জুলাই বনগাঁ পুরসভার অনাস্থা ভোট ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে বিজেপি-তৃনমূলের মধ্যে। তার জেরে ওই নির্বাচন বাতিল করে নতুন করে ভোট করার নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়।

দেখুন ভিডিও: 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ