রমণী বিশ্বাস, তেহট্ট: যুবকের সঙ্গে অশান্তির পর হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা নবম শ্রেণির ছাত্রীর। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে তেহট্ট থানার বেতাই পরিমল বাগচী স্মৃতি বিদ্যালয় ও সংলগ্ন এলাকায়। প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে বাড়িতেই রয়েছে ওই ছাত্রী। নেপথ্যে প্রেম নাকি অন্য কিছু? তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার টিফিন বিরতির সময় বেতাই পরিমল বাগচী স্মৃতি বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রী গেটের বাইরে বাগানে দাঁড়িয়ে এক যুবকের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কথা বলছিল। হঠাৎ মেজাজ হারায় তারা। তার পর ছেলেটি চলে যায় বলে খবর। এই ঘটনার পরই স্থানীয়রা দেখতে পান, ওই ছাত্রীর হাত দিয়ে গলগল করে রক্ত ঝরছে। পরিবারের লোকজনকে খবর দিলে তাঁরা তড়িঘড়ি গিয়ে নাবালিকাকে উদ্ধার করে বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।
যদিও পরিবারের দাবি, টিফিনের সময় স্কুলের বাইরে বান্ধবীদের সঙ্গে হাতিহাতি হওয়াতেই রক্তপাত। এ বিষয়ে পরিমল বাগচী স্মৃতি বিদ্যালয়ের সভাপতি লক্ষণ মজুমদার জানান, “স্কুলে এমন ঘটনা বাঞ্ছনীয় নয়। টিফিনের পর স্কুলগেটের বাইরে ধারালো কিছু দিয়ে হাত কাটার চেষ্টা করেছিল বলে শুনেছি। ক্ষতস্থান থেকে রক্ত ঝরছিল। আহত মেয়েটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।”
স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক বুদ্ধদেব ঘোষ জানান, ঘটনাটা স্কুলের বাইরে ঘটেছে। তাই বেশি কিছু বলতে পারব না। খোঁজ নিয়ে জানতে পেরেছি নবম শ্রেণির এক ছাত্রী কিছু দিয়ে হাত কাটার চেষ্টা করেছে। শেষ খবর পাওয়া অনুযায়ী মেয়েটি সুস্থ আছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.