Advertisement
Advertisement
Hooghly

৬ বছর প্রেমের পর বিয়েতে ‘না’, চারদিন ধরে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় তরুণী

কী বলছেন অভিযুক্তের পরিবারের সদস্যরা?

A woman allegedly stages protest infront of boyfriends house
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 10, 2024 5:51 pm
  • Updated:August 10, 2024 5:51 pm

সুমন করাতি, হুগলি: ৬ বছরের প্রেমের পর বিয়েতে না প্রেমিকের। চারদিন ধরে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় তরুণী। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল হুগলির চণ্ডীতলা এলাকায়।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা ওই তরুণী। প্রায় ৬ বছর ধরে হুগলির চণ্ডীতলার বাসিন্দা মেহবুব মল্লিকের সঙ্গে প্রণয়ের সম্পর্ক তাঁর। তরুণীর দাবি, তিনি বারবার প্রেমিককে বিয়ের কথা বললেও তিনি রাজি হননি। এদিকে প্রেমিকের বাড়িতে যাতায়াত ছিল তাঁর। এই পরিস্থিতিতে তরুণীর জন্য পাত্র খোঁজা শুরু করে পরিবার। বিয়ের জন্য চাপ দিতে থাকে। এর পরই সোজা প্রেমিকের বাড়িতে হাজির হন তরুণী। দেখেন বাড়িতে নেই মেহবুব। এর পরই বাড়ির সামনে বিয়ের দাবিতে ধরনায় বসে পড়েন তিনি। ঘটনায় স্তম্ভিত হয়ে যান এলাকার বাসিন্দারা।

Advertisement

[আরও পড়ুন: হাইওয়েতে আছড়ে পড়ল বিমান! ব্রাজিলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৬১

তরুণীর কথায়, “আমার বাড়িতে পাত্র এসেছে শুনেই আমাকে চলে আসতে বলেছিল। বলেছিল অন্য কাউকে বিয়ে করবে না। এখন আর বিয়ে করতে চাইছে না।” অভিযুক্ত মেহবুবের মায়ের দাবি তাঁর ছেলের সঙ্গে এই যুবতীর শুধুমাত্র ফোনে কথা হয়েছিল। এখন জোর করে বাড়িতে এসে বিয়ে করতে চাইছেন। ছেলের সঙ্গে ওই যুবতীর শারীরিক সম্পর্ক ছিল না বলেও দাবি করেছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: রাশিয়ার ৩০ কিমি ভিতরে ঢুকে পড়ল ১ হাজার ইউক্রেনীয় সেনা! তার পর…

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ