Advertisement
Advertisement
Dengue

রাজ্যজুড়ে ডেঙ্গুর দাপট অব্যাহত, এবার সুতিতে প্রাণ গেল প্রৌঢ়ার

ডেঙ্গু আতঙ্কে স্থানীয়রা।

A woman dies of Dengue in Murshidabad | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:October 9, 2023 1:21 pm
  • Updated:October 9, 2023 1:21 pm

শাহাজাদ হোসেন, ফরাক্কা: রাজ্যজুড়ে ক্রমশ থাবা চওড়া করছে ডেঙ্গু। এবার মুর্শিদাবাদের সুতিতে ডেঙ্গুর বলি এক প্রৌঢ়া। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয়রা।

জানা গিয়েছে, মৃতার নাম আরতি সাহা। তাঁর বয়স ৫০ বছর। মুর্শিদাবাদের সুতির দফাহাট এলাকার বাসিন্দা তিনি। জানা গিয়েছে, গত ৩ দিন ধরে জ্বর ছিল আরতিদেবীর। সঙ্গে শরীরে অসহ্য ব্যথা। বাড়িতে ওষুধ খেয়েও কোনও কাজ না হওয়ায় প্রৌঢ়াকে মহিশাইল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে পরিবারের লোকজন। মহিশাইল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে সেখানে ডেঙ্গু পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে পজিটিভ।

Advertisement

[আরও পড়ুন: পুর নিয়োগ দুর্নীতি: এবার রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়কের বাড়িতে সিবিআই হানা]

অবস্থার অবনতি হওয়ায় রবিবার ওই মহিলাকে স্থানান্তরিত করা হয় জঙ্গিপুর হাসপাতালে। গভীর রাতে চিকিৎধীন অবস্থায় মৃত্যু হয় আরতি সাহার। হাসপাতাল সূত্রে খবর, এখনও শরীরে জ্বর ও ব্যথা নিয়ে মহিশাইল ব্লক হাসপাতালে ভর্তি রয়েছেন গ্রামের বেশ কয়েকজন। ফলে ডেঙ্গু আতঙ্কে কাঁটা স্থানীয়রা। তবে গ্রাম পঞ্চায়েত সদস্যদের হেলদোল নেই বলেই অভিযোগ এলাকার বাসিন্দারা।

Advertisement

[আরও পড়ুন: কোটি টাকা খরচে বসানো ‘স্কাডা’ অকেজো! DVC-র জলে বানভাসি নিম্ন দামোদর এলাকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ