Advertisement
Advertisement
পাচার

গরু পাচারকারী সন্দেহে যুবককে পিটিয়ে খুন, চাঞ্চল্য রঘুনাথগঞ্জে

বেশ কিছুদিন ধরেই সীমান্ত এলাকায় গরু পাচার নিয়ে অশান্তি বেড়েছে।

A youth allegedly beaten to death by BSF suspecting cow smuggler

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:August 17, 2019 5:04 pm
  • Updated:August 17, 2019 5:05 pm

শাহজাদ হোসেন, ফরাক্কা: গরু পাচারকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। মৃত যুবকের নাম মহম্মদ জিয়ারুল ইসলাম (২৯)। বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বয়রা এলাকায়। শুক্রবার রাতে রঘুনাথগঞ্জের বড়শিমূলের বাহুরা সীমান্তে পিটিয়ে খুন করা হয় ওই যুবককে। এ প্রসঙ্গে জঙ্গিপুরের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি। তবে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: ফুচকা নিয়ে বচসার জেরে গলার নলি কেটে খুন যুবক, বিষ্ণুপুরের ঘটনায় গ্রেপ্তার ১]

মৃত যুবকের পরিবারের দাবি, জিয়ারুল কোনওভাবেই গরু পাচার চক্রের সঙ্গে জড়িত ছিলেন না। কিন্তু বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্তে মধ্যরাতে পাচারকারীদের সঙ্গে জিয়ারুল কী করছিলেন তা নিয়েও ধোঁয়াশা দেখা দিয়েছে। রঘুনাথগঞ্জের বয়রা গ্রামের বাসিন্দা জিয়ারুল পেশায় জুতোর ব্যবসায়ী। হুগলির চুঁচুড়ায় জুতোর কারবার করতেন তিনি। ইদুজ্জোহা উপলক্ষে ১১ আগস্ট বাড়ি যান জিয়ারুল। শুক্রবার রাতে বাড়ি থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে বড়শিমূল গ্রামপঞ্চায়েতের বাহুরা ঘাটের পাশে অচৈতন্য অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরাই জিয়ারুলকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। জানা গিয়েছে, জিয়ারুলের মাথায় ও হাতে আঘাতের চিহ্ন মিলেছে।

Advertisement

জিয়ারুলের পরিবারের অভিযোগ, ৭৮ নম্বর বিএসএফের ব্যাটালিয়ন জিয়ারুলকে পিটিয়ে মেরে ফেলেছে। রঘুনাথগঞ্জের বাহুরা ঘাট দিয়ে পদ্মানদী পেরিয়ে রাতের অন্ধকারে বিএসএফের নজর এড়িয়ে গবাদি পশু বাংলাদেশে পাচার করে পাচারকারীরা। এদিন রাতে পাচারকারীরা গবাদি পশু পাচার করতে এসেছিল  বলে সূত্রের খবর। নজরে পড়তেই বিএসএফের জওয়ানরা পাচারকারীদের ধাওয়া করে। তখনই জওয়ানদের হাতে ধরা পড়ে যায় জিয়ারুল। অভিযোগ, ওই যুবকের উপর অকথ্য অত্যাচার চালায় বিএসএফ জওয়ানরা। বাহুরা ঘাটের ধারে জওয়ানরা জিয়ারুলকে মৃত মনে করে ফেলে পালায়।

Advertisement

মৃতের দাদা মহম্মদ শেখ জানান, “আমার ভাই গরু পাচারের সঙ্গে কোনও ভাবেই জড়িত নয়। কী কারণে রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে বাহুরা ঘাটে গেল বুঝতে পারছি না।” এদিনের ঘটনার জেরে রঘুনাথগঞ্জে শোরগোল ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি সীমান্ত এলাকায় গরু পাচার নিয়ে অশান্তি বেড়েছে। তবে পরিস্থিতি সামলাতে বিএসএফও নজরদারি বাড়িয়েছে।

[আরও পড়ুন: বারাসতে পুলিশ কর্মীর ছেলের রহস্যমৃত্যু, খুনের অভিযোগ দায়ের পরিবারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ