Advertisement
Advertisement
Howrah

হাওড়ার রাস্তায় যুবকের ক্ষতবিক্ষত দেহ! খুনের কারণ নিয়ে ধোঁয়াশা

দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

A youth allegedly killed in Howrah

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:August 14, 2024 12:47 pm
  • Updated:August 14, 2024 2:18 pm

অরিজিৎ গুপ্ত, হাওড়া: প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে খুন! রাস্তার উপর থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল হাওড়া জেলার ডোমজুড়ে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শুরু হয়েছে তদন্ত।

জানা গিয়েছে, মৃতের নাম কুলেন্দ্র না। আদতে অসমের বাসিন্দা তিনি। জাতীয় সড়ক সংলগ্ন ইন্ডাস্ট্রিয়াল পার্কে কাজ করতেন কুলেন্দ্র। সেই কারণে ভাড়া থাকতেন হাওড়ার (Howrah) ডোমজুড়ে। বুধবার সকালে ডোমজুর থানা এলাকার রাস্তায় দেখা যায় পড়ে রয়েছে কুলেন্দ্রর রক্তাক্ত দেহ। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: নবান্নে কুড়মি নেতাদের সঙ্গে বৈঠক, ‘কেন্দ্রের জন্যই আটকে উপজাতি স্বীকৃতি’, জানালেন মুখ্যমন্ত্রী]

কিন্তু কেন এই পরিণতি? পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কী কারণে এই খুন তা এখনও স্পষ্ট নয়। তবে স্ত্রীর সঙ্গে কোনও সমস্যা ছিল কি না। বা কর্মস্থলে কোনও বিবাদ ছিল কি না, তা জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। পাশাপাশি দ্রুতই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছেন মৃতার প্রতিবেশীরা।

[আরও পড়ুন: ফের প্যারোলে মুক্ত! বন্দিদশা এড়িয়ে ২১ দিনের জন্য ‘ছুটি’তে ধর্ষক রাম রহিম]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement