BREAKING NEWS

১৪ চৈত্র  ১৪২৯  বুধবার ২৯ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

‘টাকার পাহাড়’ নিয়ে লোকাল ট্রেনে সফর! নৈহাটিতে নামতেই পুলিশের জালে যুবক

Published by: Tiyasha Sarkar |    Posted: October 12, 2022 9:39 am|    Updated: October 12, 2022 9:39 am

A youth arrested with 60 lakh rupees from Naihati | Sangbad Pratidin

অর্ণব দাস, বারাকপুর: প্রচুর নগদ টাকা নিয়ে লোকাল ট্রেনে সফর। চেকিংয়ে টাকা উদ্ধার হতেই যুবককে গ্রেপ্তার করল নৈহাটি (Naihati) জিআরপি থানার পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই যুবকের ব্যাগে ৬০ লক্ষ টাকা ছিল। তবে কোথায় যাচ্ছিল সে, টাকা কীসের, তা এখনও স্পষ্ট নয়।

জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধেয় নৈহাটি স্টেশনে রুটিন চেকআপ করছিল জিআরপি। সেই সময় আপ কল্যাণী লোকাল থেকে নামে এক যুবক। তার হাতে ছিল একটি ব্যাগ। তা দেখে সন্দেহ হয় পুলিশের। ব্যাগ খুলতেই চক্ষুচড়কগাছ। দেখা যায়, সাজানো একের পর এক টাকার বান্ডিল। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। রাতভর দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক জানিয়েছে তার নাম অভিষেক সোনকার। তার বয়স ২৪ বছর।

[আরও পড়ুন: গরু পাচার মামলা: স্ত্রীর অসুস্থতায় আর্থিক সাহায্য, অনুব্রত ঘনিষ্ঠ আরেক ব্যবসায়ীকে CBI জেরা]

কোথা থেকে এল এই টাকা? কোথায় নিয়ে যাচ্ছিল? কত টাকা রয়েছে ওই ব্যাগে? ধৃত যুবকের দাবি, ওই ব্যাগে ৬০ লক্ষ টাকা রয়েছে। তবে গতকাল যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই সময় বন্ধ হয়ে যায় ব্যাংক। ফলে রাতে ব্যাংকের আধিকারিকদের ডেকে টাকা গোনা সম্ভব হয়নি। আজ সকালে মেশিন নিয়ে ঘটনাস্থলে যাবেন ব্যাংকের আধিকারিকরা। তারপরই জানা যাবে, আদতে কত টাকা রয়েছে সেখানে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই টাকা নাকি নৈহাটিতে একজনকে দেওয়ার জন্য নিয়ে এসেছিল অভিষেক। কে তিনি, কেন এই বিপুল অর্থ লেনদেন? নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর আপত্তিকর ছবি পোস্ট স্বামীর! অপমানে আত্মঘাতী বধূ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে