Advertisement
Advertisement
Abhishek Banerjee

‘ক্ষমতা থাকলে গ্রেপ্তার করে দেখাও’, বাঁকুড়া ছাড়ার আগে সিবিআইকে চ্যালেঞ্জ অভিষেকের

২২ মে থেকে ফের বাঁকুড়়ার মাটি থেকে কর্মসূচি শুরু, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee challenges CBI to arrest him from Bankura programme | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:May 19, 2023 5:22 pm
  • Updated:May 19, 2023 7:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে আচমকা ছন্দপতন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নোটিস পাঠিয়ে শনিবারই তলব করেছে সিবিআই। ফলে তড়িঘড়ি কর্মসূচি স্থগিত করে কলকাতায় ফিরছেন তিনি। শনিবার বেলা ১১টায় নিজাম প্যালেসে হাজিরা দেবেন। যখন সিবিআইয়ের (CBI) নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছয়, তখন তিনি ছিলেন বাঁকুড়ায়। একাধিক কর্মসূচি ছিল তাঁর। কিন্তু আচমকা এই সূচি বদলের জন্য তাঁকে কলকাতায় ফিরতে হচ্ছে এবং অভিষেকের বদলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারচুয়ালি ‘তৃণমূলে নবজোয়ার’-এ বক্তব্য রাখবেন। এদিন বাঁকুড়া ছাড়ার আগে সোনামুখীর জনসভায় সিবিআইকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বললেন, ”কাল আমি নির্ধারিত সময়ে নিজাম প্যালেসে যাব। ক্ষমতা থাকলে গ্রেপ্তার করে দেখাও।”

অভিষেক জানান, যে জায়গায় ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি স্থগিত রেখেছিলেন, সেখান থেকেই শুরু করবেন। সিবিআই দপ্তরে হাজিরা দিতে কলকাতায় আসার কারণে ২১ মে পর্যন্ত কর্মসূচি বন্ধ। তারপর ২২ মে, সোমবার থেকে ফের শুরু করবেন। সেই সম্পর্কে বলতে গিয়েই অভিষেক বলেন, ”কথা দিচ্ছি, ২২ তারিখ থেকে দশগুণ উৎসাহ, উদ্দীপনা, উদ্যম নিয়ে এই বাঁকুড়ার মাটি থেকেই শুরু করব নবজোয়ার কর্মসূচি।”

Advertisement

[আরও পড়ুন: কাশ্মীরি পণ্ডিতদের মতোই গণহত্যার চক্রান্ত! মণিপুরে আতঙ্কিত সংখ্যাগুরু হিন্দু মেতেইরা]

বৃহস্পতিবারই অভিষেক জানিয়েছিলেন, যখনই তাঁকে সিবিআই ডাকবে, কর্মসূচি স্থগিত রেখে তদন্তে সহযোগিতা করতে যাবেন। তারপরই শুক্রবার তাঁর কাছে নোটিস পৌঁছল। বাঁকুড়ার সোনামুখীতে পথসভা চলাকালীন নোটিস নিয়ে অভিষেক বলেন, ”আসলে নবজোয়ারের সাফল্য বিজেপির সহ্য হচ্ছে না। জেনে রাখুন, আমি আপনাদের কাছেই শুধু মাথা নত করব। আর কারও কাছে নয়। অন্য কোনও মামলায় না পেরে আমাকে এখন এসএসসি কেলেঙ্কারিতে জড়াতে চাইছে। সিবিআইয়ের ক্ষমতা থাকলে আমাকে গ্রেপ্তার করুক।” 

Advertisement

[আরও পড়ুন:  ১০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে, মহিলাদের ভাতা! কর্ণাটকের ছকে মধ্যপ্রদেশে প্রচার শুরু কংগ্রেসের]

অভিষেকের কর্মসূচিতে যাতে ছেদ না পড়ে, সেই কারণে পরিবর্তিত  পরিস্থিতিতে আজকের জন্য বাঁকুড়ার পাত্রসায়েরের সভায় ভারচুয়ালি যোগ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা জানিয়ে অভিষেক বলেন, ”নেত্রী সব জানার পর আমাকে বলেন, চিন্তা করিস না। তোর বদলে ওই সভা আমি ভারচুয়ালি  করব।” তবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দৃঢ়প্রতিজ্ঞ যে কলকাতা থেকে ফিরে ২২ তারিখ থেকে আরও উদ্যমে তিনি নবজোয়ার কর্মসূচি শুরু করবেন। এই পরিবর্তনের জন্য ২১ ও ২২ মে তাঁর পুরুলিয়ার কর্মসূচিও পিছিয়ে গেল। আগামী ২৪ ও ২৫ মে সেই জেলায় ‘তৃণমূলে নবজোয়ার’ হবে।

দেখুুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ