Advertisement
Advertisement
Dhupguri By-election

ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে অধীর-সেলিম, INDIA জোট বৈঠকের দিনই যৌথ সভা

ওইদিনই মুম্বইয়ে INDIA জোটের বৈঠক।

Adhir Chowdhury and Md Selim will campaign jointly at Dhupguri by election | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 26, 2023 5:28 pm
  • Updated:August 26, 2023 5:32 pm

শান্তনু কর, জলপাইগুড়ি: ধূপগুড়ি উপনির্বাচনে (Dhupguri By-election)বাম প্রার্থীকে আগেই সমর্থন জানিয়েছিল কংগ্রেস। এবার যৌথ প্রচারে নামছে দুই দল। আগামী ১ সেপ্টেম্বর ধূপগুড়িতে যৌথ প্রচার সভা করবে বাম-কংগ্রেস (Left-Congress)। সভায় থাকবেন মহম্মদ সেলিম, অধীররঞ্জন চৌধুরী। বাম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়ের সমর্থনে তাঁরা প্রচার করবে। তবে এখনও সভাস্থল ঠিক হয়নি বলেই খবর। আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন।

উপনির্বাচন ঘোষণা হওয়ার পর প্রথমেই ধূপগুড়িতে প্রার্থী ঘোষণা করেছিল বামেরা। শিক্ষক তথা ভাওয়াইয়া শিল্পী ঈশ্বরচন্দ্র রায়কে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে বামফ্রন্ট (Left Front)। সেদিনই কংগ্রেস ও আইএসএফের কাছে তাঁরা নিজেদের প্রার্থীকে সমর্থনের আবেদন জানানো হয়েছিল। ঈশ্বরচন্দ্র রায়কে সমর্থন জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। পরে আইএসএফও (ISF) সমর্থন জানায়। এরপরই যৌথ প্রচারের কর্মসূচি স্থির হয়।

Advertisement

[আরও পড়ুন: বাবুলের তো খোঁজই পাওয়া যায় না! বিধানসভায় পর্যটন মন্ত্রীকে ভর্ৎসনা স্পিকারের]

সূত্রের খবর, ১ সেপ্টেম্বর ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে যাবেন অধীররঞ্জন চৌধুরী, মহম্মদ সেলিম। তবে সভাস্থল এখনও ঠিক হয়নি। উল্লেখ্য, ১ সেপ্টেম্বর মুম্বইতে INDIA জোটের বৈঠক। সেখানে বিজেপি বিরোধিতায় একমঞ্চে থাকবে কংগ্রেস, তৃণমূল, সিপিএম-সহ ২৬ টি দল। আর ওইদিনই ধূপগুড়িতে তৃণমূল বিরোধিতায় সরব হবে সিপিএম, কংগ্রেস। এরপর ২ সেপ্টেম্বর ধূপগুড়িতে প্রচারে যাবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।  এখানে তৃণমূল প্রার্থী অধ্যাপক, রাজবংশী সংস্কৃতি চর্চাকারী ডাঃ নির্মলচন্দ্র রায়। তাঁর সমর্থনে প্রচারে নামছেন তৃণমূলের একঝাঁক তারকা। তবে তার আগে ১ তারিখ বাম-কংগ্রেসের যৌথ সভা নিয়ে উৎসাহ তৈরি হচ্ছে।

[আরও পড়ুন: মৃত্যুতেও আর্থিক সাহায্য, ‘কৃষকবন্ধু’ প্রকল্পে ৫০ কোটির বেশি টাকা দিল রাজ্য সরকার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement