Advertisement
Advertisement
Dilip Ghosh

‘দিদির দূতেরা এলে গাছে বেঁধে রাখুন’, ফের বেলাগাম দিলীপ ঘোষ

'দিলীপবাবু মানসিকভাবে ভেঙে পড়েছেন', মন্তব্য শান্তনু সেনের।

Again controversy started over Dilip Ghosh's comment in West Midnapore | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 8, 2023 8:50 pm
  • Updated:January 8, 2023 8:50 pm

সম্যক খান, মেদিনীপুর: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এবার তৃণমূল নেতাদের গাছে বেঁধে রাখার নিদান দিয়ে সমালোচনার মুখে বিজেপি সাংসদ। মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল।

রবিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের কুশবাসান এলাকায় একটি সভার আয়োজন করেছিল বিজেপি। সেখানে যোগ দিয়েছিলেন সাংসদ তথা প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। স্বাভাবিকভাবেই এদিনও মঞ্চ থেকে শাসকদলের নেতা-কর্মীদের নিশানা করেন তিনি। বলেন, “মোদিজি বলেছেন সব রাস্তা পাকা করে দাও। সব বাড়ি পাকা করে দাও। কিন্তু এখানে এসে দেখছি, না রাস্তা আছে, না বাড়ি। কিন্তু এখানকার মানুষের অন্যায়টা কী।”

Advertisement

[আরও পড়ুন: যাত্রীবোঝাই বাসে দু’কোটির সোনার বিস্কুট পাচারের ছক, বনগাঁয় বিএসএফের হাতে গ্রেপ্তার ২]

সেই প্রসঙ্গেই দিলীপ ঘোষ আরও বলেন, “দিদির দূতরা বাড়িতে এলে জিজ্ঞেস করবেন, কেন পাকা বাড়ি, রাস্তা হয়নি। ভোট দিয়েছি আমরা আর পাকা বাড়ি হয়েছে আপনাদের।” এরপরই বেফাঁস মন্তব্য করেন দিলীপ। বলেন, “এবার দিদির দূতেরা ভোট চাইতে এলে নারকেল নাহলে ইউক্যালিপতটাস গাছে বেঁধে রাখবেন।”

Advertisement

মন্তব্যের নিন্দা করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, “দিলীপবাবু মানসিকভাবে ভেঙে পড়েছেন। এখন নিজেদের অস্তিত্ব জাহির করতে অনেক কথা বলছে। ওনারা যত এসব বলবে তত মানুষের তৃণমূলের প্রতি আস্থা বাড়বে। প্রসঙ্গত,  দিলীপ ঘোষের এহেন মন্তব্যে একেবারেই নতুন নয়। বরাবরই আর পাঁচজনের থেকে আলাদা তিনি। বিরোধীদের সর্বদা চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে দেখা যায় তাঁকে। যার জেরে বিপাকেও পড়তে হয়।

[আরও পড়ুন: কাটোয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল বাস, মৃত্যু সাইকেল আরোহীর, জখম কমপক্ষে ৪০]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ