Advertisement
Advertisement

Breaking News

ছেলেধরা সন্দেহে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু ভিনরাজ্যের যুবকের

এখনও পর্যন্ত ছেলেধরা সন্দেহে তিন জনকে আটক করেছে স্থানীয় পুলিশ।

Alleged Kidnapper dies due to Mob Lynching | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:March 31, 2022 8:20 pm
  • Updated:March 31, 2022 8:24 pm

রঞ্জন মহাপাত্র,কাঁথি: ছেলেধরা (Kidnapper) সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার ঘটনায় চাঞ্চল্য মেদিনীপুরে। রাস্তা থেকে একটি ছেলেকে তুলে নিয়ে পালানোর সময় ধরা পড়ে ওই যুবক। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার কাঁথি ১ ব্লকে বিরামপুর গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ছেলে ধরা আতঙ্ক ছড়িয়ে পড়ে।  

যুবকটির সঙ্গে একজন মহিলাও ছিলেন। সেই মহিলা সঙ্গী জনতার হাতে মার খেয়ে গুরুতর জখম হন। আহত যুবককে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায় জুনপুট উপকূল থানার পুলিশ (Police)। হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

Advertisement

[আরও পড়ুন: IPL 2022: ‘ইতিহাসের সবথেকে খারাপ রিভিউ’, আরসিবির DRS নিয়ে হাসাহাসি নেটদুনিয়ায়]

ঠিক কী হয়েছিল? এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তাঁরা সন্দেহ করছিলেন, এলাকায় অচেনা মানুষ জন আনাগোনা করছে। শোনা যাচ্ছিল কাঁথির (Kanthi) আশেপাশে প্রায় ১২-১৫ জনের এক দল মানুষ ঘোরাফেরা করছে। তারা সকলেই ভিনরাজ্যের বাসিন্দা বলেই দাবি করেছেন এলাকাবাসীরা। 

Advertisement

অন্যদিকে বৃহস্পতিবার সকালে ডাউকি এলাকা থেকেও পাগলের ছদ্মবেশে একজনকে স্থানীয়দের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত ছেলেধরা সন্দেহে তিন জনকে আটক করেছে স্থানীয় পুলিশ। সকলেই ভিনরাজ্যের বাসিন্দা। সেই কারণেই এদের ভাষা বোঝা সম্ভব হচ্ছে না পুলিশের। তবে এরা মানসিক প্রতিবন্ধী নাকি ছদ্মবেশী ছেলেধরা তার তদন্ত শুরু করেছে পুলিশ।  

[আরও পড়ুন: যুদ্ধ থামাতে ফের ভারতের সাহায্য চাইল মরিয়া ইউক্রেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ