Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রীর অভিনব উদ্যোগ, ফিফার ওয়েবসাইটে এবার কলকাতার দুর্গাপুজো

একাদশীতে নয় বিসর্জন, নির্দেশ মমতার।

Amid preparations, Mamata banerjee’s guidelines for puja committee
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 23, 2017 2:19 pm
  • Updated:June 22, 2022 3:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রাজ্য জুড়ে জোরকদমে শুরু হয়ে গেছে দুর্গাপুজোর প্রস্তুতি। এরই মধ্যে বুধবার পুজো নিয়ে জরুরি বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে কলকাতার সবক’টি পুজো কমিটির প্রতিনিধি ও পুলিশ প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠকে একাধিক নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

[নবান্নে যুব বিশ্বকাপের লোগোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী]

Advertisement

এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, দশমীর দিন সন্ধে ৬টা পর্যন্ত বিসর্জন পর্ব চলতে পারে। তবে একাদশীর দিন কোনও পুজো কমিটি প্রতিমা নিরঞ্জন করতে পারবে না। ওই দিন মহরম। তাই সেদিন প্রতিমা বিসর্জনের অনুমতি দিচ্ছে না রাজ্য সরকার। যদিও শুধু একদিন নয়, প্রতিমা নিরঞ্জনের অবকাশ থাকছে লক্ষ্মীপুজোর আগের দিন পর্যন্ত। প্রতি বছরের মতো এবছরও গঙ্গার ঘাটগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। পুজো কমিটির প্রতিনিধি ও পুলিশের সঙ্গে বৈঠকে এদিন মমতা জোর দেন নিরাপত্তা ইস্যুতে। পুজোর মধ্যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয়, সেদিকে সদা সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মমতা। প্রত্যেককে এই দুর্গাপুজোর মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বলেন মুখ্যমন্ত্রী। আহ্বান করেন সর্বধর্ম সমন্বয়ের।

Advertisement

[মিশনারি স্কুলের হস্টেলে ছাত্রীর রহস্যমৃত্যু, চাঞ্চল্য শহরে]

এবছর ফিফা আয়োজিত যুব বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে কলকাতায়। তার লোগো উদ্বোধন অনুষ্ঠানে এদিন ফিফার কর্তারা উপস্থিত ছিলেন নবান্নে। ফিফার সঙ্গেও এবার পুজোকে জুড়ে দিলেন মুখ্যমন্ত্রী। ফিফার ওয়েবসাইটে কলকাতার সেরা পুজো জায়গা পাবে বলে জানিয়েছেন মমতা।

[ইদে গরু জবাই নয়, আরজি এই মুসলিম সংগঠনের]

নেতাজি ইনডোরে বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ৫ অক্টোবরের মধ্যে শহর জুড়ে লাগানো হোর্ডিং, ফ্লেক্স সরিয়ে ফেলতে হবে। খুলে ফেলতে হবে প্যান্ডেল। সেই সময়সীমার পর রাস্তার উপরে কোনও বাঁশের কাঠামো বরদাস্ত করবে না প্রশাসন। এবছরও রেড রোডে অভিনব নিরঞ্জনের শোভাযাত্রা হবে। সেই কার্নিভাল অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। এই কার্নিভালে ফিফার কর্তাদেরও উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মমতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ