২৪ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ৮ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

পথকুকুরদের বাড়িতে ধরে এনে ‘ধর্ষণ’, ভিডিও ভাইরাল হতেই গ্রেপ্তার ৭০ বছরের বৃদ্ধ

Published by: Sayani Sen |    Posted: April 1, 2023 10:34 am|    Updated: April 2, 2023 9:53 am

An old man arrested in Sonarpur for allegedly raped stray dog । Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

দেবব্রত মণ্ডল, বারুইপুর: পথ কুকুরদের ধরে এনে নিজেদের ঘরে আনা। তারপর ধর্ষণ। এমন অভিযোগের ভিত্তিতে সোনারপুরের এক প্রৌঢ়কে গ্রেপ্তার করল পুলিশ। তদন্তকারীরা জানিয়েছে, ধৃতের নাম রতিকান্ত সর্দার। সে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের চৌহাটি এলাকার বাসিন্দা। ধৃত বছর সত্তরের বৃদ্ধের ঘৃণ্য অপকর্মের ভিডিও ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওর সূত্র ধরেই গ্রেপ্তার করা হয় তাকে।

পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগেই রতিকান্তর একটি ভিডিও ভাইরাল হয়। যাতে কুকুরের সঙ্গে তাকে সঙ্গম করতে দেখা যায়। সেই ছবি দেখে একটি পশুপ্রেমী সংস্থা অভিযুক্তের বিরুদ্ধে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন৷ সেই অভিযোগের তদন্তে নেমে রতিকান্ত সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ৷ তার বিরুদ্ধে ৩৭৭ ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ ধৄতকে শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক তার জেল হেফাজতের নির্দেশ দেয়৷

[আরও পড়ুন: পর্ন তারকার মুখ বন্ধ রাখতে ঘুষ! প্রথম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আদালতে অভিযুক্ত ট্রাম্প]

ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সন্দীপন মুখোপাধ্যায় বলেন, “এর আগেও এলাকার একাধিক কুকুরের সাথে এই ধরনের ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত৷ স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে তাকে একাধিকবার বারণ করে৷ তা সত্ত্বেও আচরণে কোনও বদল আসেনি তার।” দু-আড়াই বছর ধরে এই ঘটনা ঘটছে বলে অভিযোগ৷ বারবার বলা হলেও সেই বারণ শোনেনি অভিযুক্ত৷ শেষ পর্যন্ত এলাকারই কিছু যুবক এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন৷ বিষয়টি দেখতে পেয়েই থানায় অভিযোগ দায়ের হয়৷ কুকুরটিকে উদ্ধার করে তার শারীরিক পরীক্ষাও করা হয়েছে৷ আপাতত সোনারপুরেরই একটি পশু চিকিৎসাকেন্দ্রে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে৷

[আরও পড়ুন: তিলজলার পর মালদহ, ফের সংঘাতে কেন্দ্র ও রাজ্য শিশু সুরক্ষা কমিশন]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে