Advertisement
Advertisement

Breaking News

Cyclone Asani

Cyclone Asani: ক্রমশ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’, কী প্রভাব পড়বে বঙ্গে?

ঘূর্ণিঝড়ের মোকাবিলায় ইতিমধ্যেই প্রস্তুত আন্দামান-নিকোবর।

Andaman and Nicobar Islands brace for year's first cyclone Asani । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:March 20, 2022 10:45 am
  • Updated:March 20, 2022 10:45 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’ (Cyclone Asani)। সোমবারই প্রবল শক্তি নিয়ে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়। তার প্রভাবে বাংলার আবহাওয়ার কতটা পরিবর্তন হবে, তা নিয়ে দুশ্চিন্তায় প্রায় সকলেই। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বাংলার আবহাওয়ায় তেমন প্রভাব ফেলবে না ঘূর্ণিঝড় অশনি। বিশেষ ঝড়বৃষ্টিরও সম্ভাবনা নেই বঙ্গে। তবে বাড়বে তাপমাত্রা।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে অবস্থিত গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আজ রবিবারের মধ্যে তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। সোমবার সকালের মধ্যে তা ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে আছড়ে পড়বে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। তারপর উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবারের মধ্যে তা উত্তর মায়ানমার ও দক্ষিণ-পূর্ব বাংলাদেশ উপকূলে পৌঁছবে। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ৭ দিনের ব্যবধানে দ্বিতীয় খুন পানিহাটিতে, রাস্তা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ]

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ঘূর্ণিঝড়ের সরাসরি কোনও প্রভাব পড়বে না বাংলায়। তবে গত কয়েকদিন ধরেই তাপমাত্রা বাড়তে থাকায় গরম বাড়ছে রাজ্যে। বাংলায় ভোরের দিকে বাতাসে শিরশিরে ভাব উধাও হয়ে গিয়েছে। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতি অস্বস্তি আরও বাড়াবে। সেই সঙ্গেই পাল্লা দিয়ে বাড়বে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। তবে আগামী চার দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

Advertisement

দোলের আগে পর্যন্ত ভোরের দিকে হালকা শীতের আমেজ ছিল। তবে তাও কার্যত উধাও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কার্যত হাঁসফাঁস দশা। হু হু করে বাড়ছে তাপমাত্রা। চৈত্রের শুরুতেই রেকর্ড গরম কলকাতায়। ক্রমশই বাড়ছে বঙ্গের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার কলকাতার সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবারও কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রির কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতায় ৯৪ শতাংশ।

[আরও পড়ুন: ‘৪৭ বছর বয়সেও অন্তঃসত্ত্বা?’, পোশাক নিয়ে নেটদুনিয়ায় কটাক্ষের শিকার কাজল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ