BREAKING NEWS

৭ আশ্বিন  ১৪৩০  সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

‘আমার জন্য দলত্যাগ বিরোধী আইন কার্যকর নয়’, আত্মবিশ্বাসী বায়রন বিশ্বাস

Published by: Sucheta Sengupta |    Posted: May 31, 2023 7:57 pm|    Updated: May 31, 2023 7:57 pm

Anti-defection law is not applicable for me, says Bairon Biswas | Sangbad Pratidin

শাহজাদ হোসেন, ফরাক্কা: দলবদলের চারদিন পর, বৃহস্পতিবার সাগরদিঘিতে পা রাখবেন বিধায়ক বায়রন বিশ্বাস। বিধায়ককে গণসংবর্ধনা জানাতে প্রস্তুত সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস (TMC) নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের সেই সভা থেকে বিধায়ক বায়রন বিশ্বাস কী বার্তা দেবেন, সেদিকে তাকিয়ে সব রাজনৈতিক মহল। সাগরদিঘিতে প্রবেশের আগেই বায়রনের বার্তা, অধীর চৌধুরী প্রণম্য, কিন্তু পথপ্রদর্শক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

এদিকে, বায়রনের দলত্যাগের পর বিধায়ক পদ থেকে পদত্যাগের দাবি তুলে জেলাজুড়ে বাম-কংগ্রেস আন্দোলনে শামিল হ’য়েছে। যদিও বিরোধীদের এই দাবিকে নস্যাৎ করে বুধবার মুখ খুলেছেন বিধায়ক বায়রন বিশ্বাস (Bairon Biswas)। তিনি জানান, “আমার দলত্যাগের জন্য দলত্যাগ বিরোধী আইন কার্যকরী হয় না। ফলে পদত্যাগের প্রশ্ন ওঠে না। যদি নিয়ম অনুযায়ী দলত্যাগ বিরোধী আইন কার্যকরী হত, আমি পদত্যাগ করে পুনরায় নির্বাচনে দাঁড়াতাম।” এরপরই তিনি ঘনিষ্ঠ মহলে জানান, প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে দেখা হলে তিনি প্রণাম করবেন, তবে চলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করে।

[আরও পড়ুন: ২৩ বছর পার, বাম আমলে নেওয়া জমি ফেরত চায় কলকাতা পুরসভা]

বিধায়ক বাইরন বিশ্বাসকে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানান নিয়ে সাগরদিঘি (Sagardighi) ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সামশূল হুদা জানান, ”বিধানসভা উপনির্বাচনে ভরাডুবির পর নতুন করে বুথস্তর থেকে সংগঠনকে মজবুত করার কাজ চলছে। আমরা খুশি, বিধায়ক বায়রন বিশ্বাস সাগরদিঘিবাসীর উন্নয়নের কথা ভেবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।”

[আরও পড়ুন: ফের বাবা হলেন মুকেশপুত্র আকাশ, আম্বানি পরিবারে নতুন সদস্যের আগমন]

বৃহস্পতিবার দুপুরে সাগরদিঘি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ময়দানে বিধায়ক বাইরন বিশ্বাসকে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানানো হবে। প্রায় ৭০০০ বুথ স্তরের তৃণমূল কর্মী সমর্থক এদিনের সভায় উপস্থিত থাকবেন। সভা থেকে বিধায়কের সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীদের পরিচয় পর্ব হবে। এদিনের সভায় আমন্ত্রণ জানানো হয়েছে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সাংসদ খলিলুর রহমান ও চেয়ারম্যান বিধায়ক কানাইচন্দ্র মণ্ডলকে। এক কথায় বিধায়ক বায়রন বিশ্বাসকে স্বাগত জানাতে সাগরদিঘিতে সাজো সাজো রব ঘাসফুল শিবিরে। তবে বৃহস্পতিবার সেই সভা থেকে বিধায়ক কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে