Advertisement
Advertisement
Seikh Sufiyan

ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি শেখ সুফিয়ান-সহ ৪ তৃণমূল নেতার বিরুদ্ধে

নন্দীগ্রামে দেবব্রত মাইতি খুনের ঘটনায় সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে ৬ তৃণমূল নেতার নাম উঠে এসেছে।

Arrest warrant against Seikh Sufiyan and other TMC leaders on post poll violence | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:January 2, 2023 9:35 pm
  • Updated:January 2, 2023 9:35 pm

চঞ্চল প্রধান, হলদিয়া: ভোট পরবর্তী হিংসা মামলায় এবার সিবিআইয়ের চার্জশিটে শেখ সুফিয়ান-সহ ছয় তৃণমূল কংগ্রেস নেতার নাম। এঁদের মধ্যে চারজনের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানাও।

নন্দীগ্রামের চিল্লগ্রামে দেবব্রত মাইতি খুনের ঘটনায় সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে ৬ তৃণমূল কংগ্রেস নেতার নাম উঠে এসেছে। সোমবার হলদিয়া মহকুমা আদালতে জমা পড়েছে সেই ছ’জনের নাম। তাঁরা হলেন শেখ সুফিয়ান, আবু তাহের, শেখ খুসনবি, শেখ আমানুল্লা, শেখ সৈয়ম কাজি ও শেখ সামসুরদোহা। এ খবর সামনে এনে সরকার পক্ষের আইনজীবী স্বপন অধিকারী বলেন, “প্রথম চারজন সিবিআই তদন্তে অসহযোগিতা করেছেন। সেই কারণেই তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। শেষ দুই ব‍্যক্তি তদন্তে সহযোগিতা করেছেন বলে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নেই।”

Advertisement

[আরও পড়ুন: শীতের মরশুমে পাহাড়ের সব হোটেলে ঘরের আকাল! পর্যটকদের ভরসা ছিমছাম হোমস্টে]

তিনি আরও জানান, নন্দীগ্রাম (Nandigram) থানার কেস নম্বর ২২৪/২০২১-এর ভিত্তিতে সিবিআই আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেছে। সেখানেই ৬ জনের নাম রয়েছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৫, ৩২৬ এবং ৩০২ ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশ যে কোনও সময় গ্রেপ্তার করতে পারে শেখ সুফিয়ান, আবু তাহের, শেখ খুসনবি, শেখ আমানুল্লাকে। যদিও শেখ সুফিয়ানের দাবি, তাঁদের নাম ইচ্ছাকৃতভাবে জড়ানো হয়েছে।

Advertisement

উল্লেখ্য, ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার ঘটনায় ২ মে গুরুতর জখম হন চিল্লগ্রামের দেবব্রত মাইতি। ১৩ মে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় বছর পঞ্চান্নর ওই ব‍্যক্তির মৃত্যু হয়। সেই ঘটনায় চলছে সিবিআই তদন্ত। এই মামলায় আগেই ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের মধ্যে দু’জন জামিন পেলেও বাকি ১২ জন রয়েছেন জেল হেফাজতে।

[আরও পড়ুন: চিন্তা বাড়াচ্ছে করোনার নয়া সাব-ভ্যারিয়েন্ট, বিমানযাত্রীদের জন্য নয়া নির্দেশিকা কেন্দ্রের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ