Advertisement
Advertisement
Artist Malay Ghosh draws Bengal CM Mamata Banerjee's picture

অনন্য প্রতিভা, মাত্র ২৫ মিনিটে তালপাতায় মুখ্যমন্ত্রীর ক্ষুদ্রতম ছবি এঁকে রেকর্ড শিল্পীর

গত বছর আইসক্রিমের কাঠির উপর তিনজন মনীষীর ছবি এঁকে তাক লাগিয়েছিলেন ওই শিল্পী।

Artist Malay Ghosh draws Bengal CM Mamata Banerjee's picture on palm leaf । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 6, 2021 1:48 pm
  • Updated:September 6, 2021 1:51 pm

দিব্যেন্দু মজুমদার, হুগলি: পরপর দু’বার ব্যর্থ। তাও হাল ছাড়েননি। তালপাতার (Palm Leaf) উপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকার জেদ চেপে গিয়েছিল। আর সেই জেদই এনে দিল স্বীকৃতি। মাত্র ২৫ মিনিটে তালপাতার উপর মুখ্যমন্ত্রীর ছবি এঁকে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে’ নাম তুললেন তারকেশ্বরের মলয় ঘোষ।

হুগলির তারকেশ্বর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মলয়। ৬.০২ বাই ২.০৭ সেন্টিমিটারের একটি তালপাতায় মুখ্যমন্ত্রীর ক্ষুদ্রতম ছবি আঁকা মোটেও খুব সহজসাধ্য ছিল না তা নিজেই স্বীকার করেছেন শিল্পী। নিয়ম অনুযায়ী, ছবি আঁকার পর্ব ভিডিও করে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে’র (India Book Of Records) দপ্তরে পাঠাতে হয়। এক মাসে দু’বার তা পাঠিয়েছিলেন তবে ব্যর্থ হন। তৃতীয়বারের চেষ্টায় অবশেষে ২৫ মিনিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) ক্ষুদ্রতম ছবি আঁকতে সমর্থ হন তিনি। তারপরই মেলে স্বীকৃতি।

Advertisement

[আরও পড়ুন: Alipur Zoo: এক সপ্তাহে ৩ দত্তক, প্যাঙ্গোলিন, বাঘরোলের সঙ্গে এবার অভিভাবক পেল অ্যানাকোন্ডাও]

তবে এই প্রথমবার নয়। এর আগেও আইসক্রিমের কাঠির উপর তিনজন মনীষীর ছবি এঁকে তাক লাগিয়ে দিয়েছিলেন মলয়। ‘ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে’ (International Book Of Records) নাম তুলেছিলেন তিনি। এবার লক্ষ্য ‘এশিয়ান বুক অফ রেকর্ডস’ (Asian Book Of Records)। কারণ, জার্মান, ফ্রান্স-সহ বিভিন্ন দেশের শিল্পীরা ওই প্রতিযোগিতায় অংশ নেন। তাই ওই প্রতিযোগিতায় অংশ নিয়ে সকলকে তাক লাগানোর চেষ্টা করছেন মলয়।

Advertisement

মলয় ঘোষের স্বীকৃতিতে গর্বিত গোটা তারকেশ্বর। পুর প্রশাসক স্বপন সামন্ত, প্রাক্তন কাউন্সিলর মহম্মদ নঈম, তারকেশ্বর টাউন তৃণমূল সভাপতি উত্তম ভাণ্ডারি, টাউন যুব তৃণমূল সভাপতি অনুপ পণ্ডিত তাঁকে সংবর্ধনাও দেন। বর্তমানে একটি ছোট আঁকার স্কুল খোলার স্বপ্ন দেখছেন মলয়। সরকারি আবাস প্রকল্পে একটি ঘরের আবেদন জানিয়েছেন তিনি। সরকারি ভাতা না পাওয়ায় আক্ষেপও প্রকাশ করেন। যদিও সব ব্যবস্থা হবে বলেই আশ্বাস পুর প্রশাসকের।

[আরও পড়ুন: ‘তেল গেল ফুরাইয়া…’, জনপ্রিয় Manike Mage Hithe নিজের স্টাইলে গেয়ে চমকে দিলেন হিরো আলম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ