BREAKING NEWS

১৯ জ্যৈষ্ঠ  ১৪৩০  শনিবার ৩ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

বৈশাখের দহনেও বরফে ঢাকল সিকিম

Published by: Sangbad Pratidin Digital |    Posted: April 18, 2018 2:32 pm|    Updated: November 19, 2018 1:51 pm

As summer scorches Bengal, Sikkim’s Changu Lake witnesses snowfall

সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: বৈশাখেও শ্বেতশুভ্র ছাঙ্গু লেক৷ কলকাতার পুরো উল্টো ছবি সিকিমে৷ প্রকৃতির উজাড় করা অপূর্ব প্রাকৃতিক দৃশ্যে মুগ্ধ পর্যটকরা৷ কলকাতায় প্রকৃতির রুদ্রমূর্তির ঠিক উলটো পথে পাহাড়ি রাজ্য সিকিমের ছাঙ্গু যেন স্বর্গ নেমে এসেছে মাটিতে৷ শীতকালে তাপমাত্রার পারদ হু হু করে নিচে নামলে যেমনটা হয়৷ ঠিক তেমনটাই হল বৈশাখের দাবদাহের সময়েও৷

মঙ্গলবার বিকেল থেকেই আচমকা আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে৷ রাতে তুমুল তুষারপাত হয় সিকিমের উঁচু পাহাড়ে এলাকায়৷ উত্তর ও পূর্ব সিকিমের বেশ কয়েকটি জায়গায় তুষারপাত হয়েছে বলে জানা গিয়েছে৷ বুধবার সকালেও তুষারপাত হয়, পূর্ব সিকিমের নাথু-লা৷ সেরাথাং, ছাঙ্গু, বাবামন্দির এলাকায়৷ ফলে, সাদা বরফের চাদরে ঢেকে যায় চারদিক৷ কোনও কোনও জায়গায় পাঁচ থেকে ছয় ইঞ্চি বরফের পুরু চাদরে ঢেকে যায়৷ ফলে বরফের চাদরে ঢাকা পাহাড়ি রাস্তায় পর্যটকদের যাওয়ার অনুমতি দেয়নি সিকিম প্রশাসন। তবে গ্যাংটক থেকে ছাঙ্গু যাওয়ার পথে ১৫ মাইল পর্যন্ত পর্যটকদের গাড়ি গিয়েছে৷ দুর্ঘটনা এড়াতে পর্যটকদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সিকিম প্রশাসন সূত্রে খবর৷

সেরাথাং থানার ওসি নবীন রাই বলেন, পরিস্থিতির উন্নতি হলে পর্যটকদরে অনুমতি দেওয়া হবে৷ বরফের চাদর সরিয়ে রাস্তা সাফ করার কাজ করছেন জওয়ানরা৷ এদিকে ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে৷ সকাল থেকেই মেঘলা আকাশ শিলিগুড়ি সহ পাহাড়-সমতলের বিভিন্ন জায়গায়৷ রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাসও৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে