Advertisement
Advertisement

Breaking News

Minakshi Mukherjee

Panchayat Elections: ‘উনি আছেন বলেই বুকে বল পাচ্ছি’, সালানপুরে মীনাক্ষীকে পাশে নিয়ে মনোনয়নে বাম প্রার্থীরা

মীনাক্ষীর দাবি, মানুষের প্রতিরোধে দুষ্কৃতীরা পিছু হটছে।

Asansol: CPIM Candidates files nomination in presence of youth leader Minakshi Mukherjee | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 14, 2023 9:34 pm
  • Updated:June 15, 2023 4:11 pm

শেখর চন্দ্র, আসানসোল: হাতে আর মাত্র একটা দিন। আদালতে দরবার করেও পাওয়া যায়নি অতিরিক্ত সময়। ১৫ জুনের মধ্যেই শেষ হচ্ছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন প্রক্রিয়া। এদিকে মনোনয়ন পর্ব শুরু হতেই গত সপ্তাহ থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর সামনে এসেছে। দিকে দিকে বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এরই মধ্যে ব্যতিক্রমী আসানসোলের সালানপুর। সালানপুরে বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee) উপস্থিতিতে কার্যত উৎসবের মেজাজে নির্বিঘ্নেই মনোনয়ন জমা দিলেন বাম প্রার্থীরা। এদিন নিজে বসে প্রার্থীদের ফর্মও পূরণ করেন মীনাক্ষী।

মীনাক্ষীর দাবি, মানুষের প্রতিরোধে দুষ্কৃতীরা পিছু হটেছে। মানুষ জাগছে। তাই সালানপুর (Salanpur) নির্বিঘ্নে মনোনয়ন জমা হচ্ছে। অন্যদিকে, বাম প্রার্থীরা বলছেন, মীনাক্ষী রয়েছেন। তাই তাঁরা বুকে বল পাচ্ছেন। জেলা পরিষদ পরিষদ প্রার্থী শিপ্রা মুখোপাধ্যায় বলেন, মীনাক্ষী আছে, তাই সাহস করে এগিয়ে এসে মনোনয়ন জমা দিতে পারছি।

Advertisement

[আরও পড়ুন: ISF-এর ৩ প্রার্থীকে ভাঙড়ে মনোনয়নে বাধা! পুলিশকে বিশেষ নির্দেশ হাই কোর্টের]

প্রসঙ্গত, মঙ্গলবার রানিগঞ্জে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও তাঁর প্রার্থীদের নিয়ে নির্বিঘ্নে মনোনয়ন করিয়েছেন। এদিকে আবার পশ্চিম বর্ধমান জেলাতেই বারাবনি এবং জামুরিয়ায় অশান্তির পরিবেশ রয়েছে। তবে তৃণমূল নেতা ভোলা সিংয়ের দাবি, সালানপুরে কোনও গণ্ডগোল নেই। অন্য কোনও জায়গাতেই নেই। যেখানে ঝামেলা হচ্ছে সেখানে বিরোধীরাই করছে। ওরা একজোট হয়ে ঝামেলা পাকাচ্ছে। সালানপুরের বিডিও অদিতি বসু বলেন, তাঁর কাছে অশান্তির কোনও অভিযোগ আসেনি। সবকিছু নিয়ম মেনেই হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: মনোনয়ন ঘিরে টানা অশান্তি, নবান্নে এসেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হল না নওশাদের]

আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। মনোনয়ন জমার শেষ দিন ১৫ জুন। অর্থাৎ হাতে আর মাত্র একটা দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ জুন। আপাতত বাম নেতাকর্মীদের ভরসার জায়গা সেই যুবনেত্রীই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ